বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বেঞ্চে বসেছিলেন রবি বিষ্ণোই। তবে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েই ইতিহাস গড়ে ফেললেন এই তরুণ বোলার। হায়দরাবাদে খেলা হাই-স্কোরিং ম্যাচে, রবি বিষ্ণোই নিজের কোটার চার ওভারে ৩০ রান খরচ করে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন। এই সময় তিনি একটি মেডেন ওভারও করেছিলেন। এই সময়🌺ে রবি বিষ্ণোই নাজমুল হোসেন শান্তর সঙ্গে লিটন দাস ও রশিদ হোসেনকেও সাজঘরে ফিরিয়ে দেন। এই তিনটি উইকেটের ভিত্তিতে, রবি বি🅷ষ্ণোই তার টি-টোয়েন্টি কেরিয়ারে ৫০ উইকেটও পূর্ণ করেছিলেন।
এর সঙ্গে, রবি বিষ্ণোই এখন ভারতের হয়ে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার জন্য সর্বকনিষ্ঠ বোলার হয়ে উঠেছেন। এই তালিকায় তিনি আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহের মতো বোলারদের হারিয়ে দিয়েছেন। রবি বিষ্ণোই ২৪ বছর ৩৭ দিন বয়সে এই 😼কীর্তি অর্জন করেছিলেন। এর আগে এই রেকর্ডটি আর্শদীপ সিংয়ের নামে ছিল যিনি ২৪ বছর ১৯৬ দিন বয়সে ৫০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন… ভারতকে স🦄ামনে দে🦋খে কি নিজেদের উপর থেকে বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিল বাংলাদেশ! কী বললেন শান্ত?
ভারতের হয়ে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার
২৪ বছর ৩৭ দিন - রবি বিষ্ণোই
২৪ বছর ১৯৬ দিন - আর্শদীপ সিং
২৫ বছর ৮০ দিন - জসপ্রীত বুমরাহ
২৮ বছর ২৩৭ দিন - কুলদীপ যাদব
২৮ বছর ২৯৫ দিন - হার্দিক পান্ডিয়া
যেখানে রবি বিষ্ণোই যৌথভাবে দ্বিতীয় ভারতীয় হিসেবে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই তাঁর ৩৩তম ম্যাচে ৫০ টি-টোয়েন্টি 💯উইকেট নিয়ে আর্শদীপের সমান হয়েছেন। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তিনি ৩০ ম্যাচে ৫০ টি-টোয়েন্টি উইকেট শিকার করেছিলেন।
আরও পড়ুন… IND vs BAN: গম🔥্ভীর༒ের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই সেটা স্পষ্ট- সূর্যকুমার যাদব
ভারতের হয়ে দ্রুততম ৫০ টি-টোয়েন্টি উইকেট (ম্যাচ অনুসারে)
৩০ - কুলদীপ যাদব
৩৩ - আর্শদীপ সিং
৩৩ - রবি বিষ্ণোই
৩৪ - যুজবেন্দ্র চাহাল
৪১ - জসপ্রীত বুমরাহ
আরও পড়ুন… রঞ্জি ♔ট্রফিতে হতাশাজনক শুরু করলেন ইশান-শ্রেয়স! জাতীয় দলে ফেরা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন
এদিনের ম্যাচের পরে রবি বিষ্ণোই জানান, ‘আমি এই ছোটখাটো মাইলফলকটি গড়তে পেরে দারুণ খুশি। আমি খুব ভালো অনুভব করছি। দলের মধ্যে প্রতিযোগিতা ইতিবাচক চাপ বা🎃ড়ায়। এবং আমি এই সুযোগটি সবচেয়ে বেশি কাজে লাগাতে চেয়েছিলাম।’ রবি বিষ্ণোই তার সাম্প্রতিক বিরতির বিষয়েও বলেছেন, ‘আমি কয়েকদিন ছুটি পেয়েছিলাম এবং সেই সময়টিকে রিচার্জ এবং উন্নতি করার জন্য সবচে🎃য়ে বেশি ব্যবহার করার চেষ্টা করেছি।’