শুক্রবার থেকে শুরু বহুকাঙ্খিত ভারত বনাম অস্ট্রেলিয়ার পার্থ টেস্ট। সেই টেস্টের আগে অনেক ক্রিকেটারই রয়েছেন যারা চোটাঘাতে ভুগেছেন। অনেকে আবার🧸 এই দলে রয়েছেন যারা এর আগে দুবার ২০১৮ এবং ২০২১ সালেও অস্ট্রেলিয়ায় এসে টেস্ট সিরিজ জিতে গেছেন। তাই তাঁদেরকে কিউয়ি সিরিজ ভুলে অতীতে সেই পারফরমেন্সের কথা মাথায় রেখে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে বলছেন রবি শাস্ত্রী।
আরও পড়ুন- অস্ট্রেলಌিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরা💟জের!
প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটু আত্মতুষ✨্টিতেই ভুগেছিল, সেই কারণেই ৩-০তে সিরিজ হারতে হয় তাঁদের। তাঁর মতো গোটা সিরিজের ফল নির্ভ🔯র করবে প্রথম দুই টেস্টের ফলাফলের ওপরই। প্রথম দুই টেস্ট যেন একপাক্ষিক না হয়, সেই জন্যই ভারতীয় ক্রিকেট দলকে দাওয়াই দিলেন রবি।
ভারতীয় দলের প্রাক্তন কোচ বলছেন, ‘ভারত নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নিয়েই অস্ট্রেলিয়ায় খেলতে নামবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন কিছু হতে পারে সেটা ভাবতেই পারেনি ওরা। ওরা একটু আত্মতুষ্টিতে ভুগছিল, সেটার দাম চোকাতে হয়ꩲেছে ওদের। এই ভারতীয় দল✨ের ওই হার অত্যন্ত ধাক্কা দিয়েছে, তাই তাঁরা মরিয়া থাকবে দ্রুত ঘুরে দাঁড়াতে। আর বাউনস ব্যাকটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়েই শুরু করতে চাইবেন। তাই আমার মনে হয় প্রথম দুই টেস্ট অত্যন্ত জরুরি হতে চলেছে এই সিরিজের ’।
আরও পড়ুন- পুত্র 𒆙সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে ন🍸তুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
শাস্ত্রী আরও বলছেন, ‘যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হল, শুরু🃏টা যেন ভারত ভালো করে। তাই ক্রিকেটারদের মানসিক দিক থেকে ভালো জায়গায় রাখতেই হবে। এটাই একজন কোচের এরকম একটা সিরিজের আগে আর একরকম একটা ধাক্কা খাওয়ার পর কোচের মূল কাজ হয়। সেটা ভারতীয় কোচকেও করতে হবে ’।
আরও পড়ুন- IPL নিল♓ামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে⭕ ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
শাস্ত্রী যোগ করছেন, ‘এটা একটা মানসিক লড়াই। তাই নেতিবাচক চিন্তা থাকলে হবে না। পজিটিভ বিষয়গুলো নিয়েই ভাবতে হবে। ভাবতে 💖হবে গতবার অস্ট্রেলিয়ায় ভারতীয় দল কি করেছিল, সেখান থেকেই শুরু করতে হবে। অস্ট্রেলিয়ার কয়েকটি পিচে আলাদা আলাদা বৈচিত্র থাকে, কিছু উইকেটে ব্যাটাররা ভালো রানও করে থাকেন। তাই এখানকার থেকে অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতি একদম আলাদাই হবে। ’।