বাংলাদেশের বিরুদ্ধে টানটান পরিস্থিতিতে রয়েছে ভারতের কানপুর টেস্ট। প্রথমে দেখে মনে হয়েছিল, চতুর🐎্থ দিনটা হয়ত খুব একটাও আশাপ্রদ নাও হতে পারে ভারতীয় দলের। কিন্তু বোলার থেকে ব্যাটার, সকলেই নিজেদের কাজটা সেড়েছেন ভালোভাবেই। সেই সুবাদেই খেলায় ফিরেছে টিম ইন্ডিয়া। পরিস্থিতি যা, তাতে পঞ্চম দিনে রোহিত শর্মার দল ম্যাচ জিতলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ ভারতও পাল্টা চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। আর চতুর্থ দিনেই নজির গড়েছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন-পঞ্চম ⭕একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের𓄧 ম্যাজিকে সিরিজ জয়…
২৩৩ রানের মাথায় বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়। সফররত দেশেরꦺ শেষ উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। খলিল আহমেদকে ০ রানেই সাজঘরে ফেরান জাড্ডু। সেই সুবাদেই তিনি ঢুকে পড়লেন টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে। ভারতীয়দের মধ্যে সপ্তম বোলার হিসে🍸বে টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি।
টেস্টে অনীল কুম্বলের রয়েছে সব থেকে বেশি ৬১৯ উইকেট। এরপর রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে ৫২৪ উইকেট। ৪৩৪ উইকেট নিয়ে টেস্টে তালিকা🥃য় তৃতীয় স্থানে রয়েছেন কপিল দেব। চতুর্থ স্থানে আছেন𝓡 হরভজন সিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১৭ উইকেট। ইশান্ত শর্মা নিয়েছেন ৩১১ উইকেট। জাহির খানের ঝুলিতেও রয়েছে ৩১১ উইকেট। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন জাদেজা।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছর♉ই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে 𝔉প্রতিনিধি কে?
কানপুর টেস্টে খলিল আহমেদকে আউট করে অবশ্য আরেকটি নজির গড়েছেন রবীন্দ্র জাদেজা। রবীচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে তিনি টেস্টে ৩০০ শিকারের নজির গড়েছেন। ১৫৬৩৬ বলে ඣ৩০০টি টেস্ট উইকেট নিয়ে ভারতের মধ্যে দ্রুততম রবিচন্দ্রন অশ্বিন। এর পিছনেই রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি নিয়েছেন ৩০০উইকেট ১৭৪২৮ বলে।
🌱আরও পড়ুন-IPL 202💙5- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
বল হাতে ৩০০ উইকেটের নজিরের দিন ব্যাট হাতে অবশ্য তেমন নজর কাড়তে পারেননি জাদেজা। তিনি করেন মাত্র ৮ রান। যদিও বাংলাদেশ দলকে পাল্টা🐈 চাপে ফেলেছে ভারত। পঞ্চম দিনে এই টেস্টের ফলাফল আসতে পারে। একদম নিষ্ফলা ড্র নাও হতে পারে ম্যাচে। ভারত বেশ আক্রমণাত্মক ক্রিকেট🎉 খেলছে।