আইপিএল ২০২৪-এর মিনি নিলাম থেকে আরসিবি দলে নেওয়ার পরেই বড়সড় শাস্তির মুখে পড়তে হল টম কার𒈔ানকে। ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডারকে বিগ ব্যাশ লিগের ৪ ম্যাচের জন্য নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও এই শাস্তির বিরুদ্ধে আবেদন করার সুযোগ রয়েছে তাঁর দল সিডনি সিক্সার্সের সামনে।
টম কারানের বিগ ব্যাশের চার ম্যাচে নির্বাসিত হওয়ার কারণ কী:-
আম্পায়ারের সঙ্গে তর্༒কের জেরেই শাস্তির মুখে পড়তে হয় টম কারানকে। গত ১১ ডিসেম্বর হবার্ট হ্যারিকেনস বনাম সিডনি সিক্সার্সের ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে ঝগড়া করেন ব্🌳রিটিশ তারকা। ম্যাচের আগে গা ঘামানোর সময়ে পিচে নিজের বোলিং রান-আপ মেপে নেওয়ার চেষ্টা করনে কারান। সেই সময়েই ঝামেলার সৃষ্টি হয়।
ম্যাচে🀅র আগে ও বিরতিতে চতুর্থ আম্পায়ার পিচের নজরদারিতে থাকেন। তিনিই কারানকে বাধা দেন। তারকা অল-রাউন্ডার সেই সময় আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবি✅ধি অনুযায়ী এটি লেভেল-থ্রি অপরাধ হিসেবে বিবেচিত হয়।
কী ঘটেছিল সেই ম্যাচের আগে:-
টম কারান ম্যাচের আগে নিজের বোলিং রান-আপ অনুশীলনের উদ্দেশ্যে পিচের উপর দিয়ে দৌড়নোর চেষ্টা করেন। আম্পায়ার বাধা দেন। কারান তখন পিচের অপর প্রান্তে গিয়ে ঠিক একই কাজ করার চেষ্টা করেন। আম্পায়ারও পিচের অন্যপ্রান্তে গিয়ে কারানকে থামানোর চেষ্টা কর♎েন।
ব্রিটিশ তꦐারকাকে আম্পায়ার ম্যাচের আগে পিচ থেকে দূরে থাকতে বলেন। তবে কারান কথা না শুনে বোলিং ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকেই দৌড়তে শুরু করেন। আম্পায়ার বাধ্য হয়েই ধাক্কা এড়াতে সরে দাঁড়ান ক্রিজ থেকে।
আইপিএল নিলামে কত দাম পান টম কারান:-
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২৪-এর মিনি নিলাম থেকে টম কারানকে ১ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৮ বছরের টম কারান এর আগে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নেমেছেন। ২০১৮, ২০২০ ও ২০২১, আইপিএলের তিনটি মরশুমে সাকুল্যে ১৩টি ম্যাচে মাঠে নেমে ১২৭ রান সংগ্রহ করেন তিনি।♚ হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সেই সঙ্গে আইপিএলে বল হাতে ১৩টি উইকেটও নিয়েছেন কারান।
উল্লেখ্য, নির্বাসিত হওয়ার আগে হবার্টের বিরুদ্ধে বিগ ব্যাশের শেষ ম্যাচে কারান মাত্র ১⛎৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।