অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও দু'শোর কমে বেঁধে রাখতে পারল না ভারত। মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে একাধিক ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয় ভারতের মহিলা ক্রিকেট𝓰 দলকে। যদিও অস্টℱ্রেলিয়ার মতো শক্তিশালী দলকে প্রথম ইনিংসে তুলনায় সস্তায় বেঁধে রাখার জন্য কৃতিত্ব প্রাপ্য ভারতের বোলারদের।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তারা ইনিংসের💧 প্রথম ওভারেই ওপেনার লিচফিল্ডের উইকেট হারিয়ে বসে। কোনও বল খেলার আগেই শূন্য রানে অর্থাৎ, ডায়মন্ড ডাকে রান-আউট হয়ে মাঠ ছাড়েন লিচফিল্ড। অস্ট্রেলিয়া দলগত ২ রানের মাথায় প্রথম উইকেট হারায়।
ম্যাচের দ্বিতীয় ওভারে এলিস পেরিকে বোল্ড করেন পূজা বস্ত্রকার। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে মাঠ ছাড়েন পে♈রি। অস্ট্রেলিয়া ৭ রানে ২ উইকেট হারায়। তালিয়া ম্য়াকগ্রাকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করেন বেথ মুনি। তৃত♑ীয় উইকেটের জুটিতে দু'জনে যোগ করেন ৮০ রান।
ম্যাকগ্রা একবার সহজ জীবনদান পেয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৫০ রান করে আউট হন। স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হ𒐪াতে ধরা পড়েন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়া ৮৭ রানে ৩ উইকেট হারায়।
বেথ মুনি হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন। পূজ൩া বস্ত্রকারের বলে স্নেহ রানার হাতে ধরা পড়েন মুনি। অস্ট্রেলিয়া ১০৩ রানে ৪ উইকেট হারায়। ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৭৫ বলে ৩৮ রান করে দীপ্তি শর্মার বলে বোল্ড হন। ১৪৩ রানে ৫ উইকেট হারায় অজিরা।
অ্যানাবেল সাদারল্যান্ড ২টি বাউন্ডꦯারির সাহায্যে ৫৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। পূজা বস্ত্রকারের বলে এলবিডব্লিউ হন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১১ রান করে ক্রিজ ছাড়েন অ্যাশলেই গার্ডনার। অ্যালানা কিং ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৫ রান করে আউট হন। স্নেহ রানার বলে যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েনꩲ কিং। অস্ট্রেলিয়া একসময় ১৬৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে।
অজিরা শেষমেশ প্রথম ইনিংসে ২১৯ রানে অল-আউট হয়ে। জেস জোনাসেন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১৯ রান করে আউট হন। দীপ্তির বলে এলবিডব্লিউ হন তিনি। লরেন শিয়াটেল ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৬ রান করে স্নেহ রানার শিকার হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ২৮ র🐼ান করে নট-আউট থাকেন কিম গার্থ।
পূজা বস্ত্রকার ১৬ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ৪টি উই🌸কেট দখল করেন। ৫৬ রানে ৩টি উইকেট নেন স্নেহ রানা। ৪৫ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন♔ দীপ্তি শর্মা।