শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপের আসর শেষ হয়েছে সবে মাত্র। তার ঠিক চার দিনের মাথাতেই ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া দল। ওডিআই বিশ্বকাপে ষষ্ঠ বার শিরোপা জয়ী দলের বেশ কিছু ক্রিকেটার রয়ে গিয়েছেন ভারতে। তাদেরকে রেখে দেওয়া হয়েছে ভꦉারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার লক্ষ্যেই। গোটা ক্রিকেট বিশ্ব যখন কার্যত ছুটির মুডে, তখন ভারত এবং অস্ট্রেলিয়া খেলছে টি-২০ সিরিজ। যদিও সিরিজে খেলছে কার্যত ভারতের-এ দল। তবে অজিদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন। ইতিমধ্যেই সিরিজে ০-২ ফলে পিছিয়ে গিয়েছে অজিরা। এমন আবহে প্রায় দুই মাস ভারতে থাকা সিনিয়র অজি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে ভারতে নতুন ক্রিকেটারদের পাঠꦚাতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: গ্রিনকে নিয়ে MI-কে লাইফলাইন দিল RCB, সবার্ধিক টাকা GT-♍র হাতে, নাইটদের কী হাল?
বিসিসিআইয়ের ব্রডকাস্টিং শর্তপূরণ করতেই খেলা হচ্ছে এই সিরিজ। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বছরে ম্যাচ আয়োজনের কোটা পূরণ করিয𝔉়ে দিতেই এই সিরিজ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপের পরপরেই এই সিরিজ থাকায় যে উৎসাহে কিছুটা ভাঁটা পড়েছে, তার প্রমাণ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সাংবাদিক সম্মেলন। যেখানে এত দিন ২০০-র মতন সাংবাদিক থাক,ত সেখানে মাত্র দুজন সাংবাদিক ছিলেন সূর্যেꦰর সাংবাদিক সম্মেলনে। প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পর দেশে ফিরে অজি তারকাদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ।র য়েছে বিগ ব্যাশ লিগও।
আরও পড়ুন: আগের থেকেও বেশি প্রস্তুত- হার্দিক নিয়ে ঘুরিয়ে বার্তা নয়া GT ক্যাপ্টেন গꦯিলের
সেই কারণেই বিশ্বকাপজয়ী তারকাদের বিশ্রাম দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, জোশ ফিলিপস, ক্রিস গ্রিন এবং বেন ম্যাকডারমটকে ভারতে পাঠাচ্ছে অজি বোর্ড। তবে কোন কোন ক্রিকেটারকে দেশে ফেরানো হবে, তা নিশ্চিত করেনি অজি বোর্ড। বিশ্বকাপজয়ী অজি দলের আট সদস্য দেশে ফিরে গিয়েছেন। ফিরে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। তবে ভারতে রয়ে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, জোশ ইংলিস, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, ট্র্যাভিস হেড, মার্কাস স্টইনিস এবং তানভির🔴 সঙ্ঘারা। তারাꦛ দুই মাসের উপর সময়ে রয়েছে ভারতে। যা খবর স্মিথ, জাম্পা, ম্যাক্সওয়েল এবং হেডকে দেশে ফেরাতে পারে অজি বোর্ড।