কাঁধে হাত দিয়ে তুমুল হাসছেন নেস ওয়াদিয়া। আর তাঁর দিকে কিছুটা হতবাক হয়ে তাকিয়ে আছেন রিকি পন্টিং। মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যে কিছুটা বিরক্তও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল🙈 হয়ে গেল এমনই একটি ছবি। ওই ছবি দেখিয়ে নেটিজেনরা দাবি করেছেন যে পঞ্জাব ম্যানেজমেন্টের গুঁতোয় ইতিমধ্যে পন্টিংয়ের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘একটি ম্যাচেও কোচিং করানোর আগে হয়তো পন্টিং ইস্তফা দিয়ে দেবেন।' অপর এক নেটিজেন বলেন, 'অল দ্য বেস্ট পন্টিং! পঞ্জাবে আপনার পথচলার এই শুরু হল।’
আর যে ছবির প্রেক্ষিতে এমনই সব মন্তব্য করছেন নেটিজেনরা, সেটা হয়েছে মার্ক🌺ো জানসেনের নিলাম প্রক্রিয়ার সময়। হাড্ডাহাড্ডি ‘বিডিং’-র পরে দক্ষিণ আফ্রিকার তারকাকে সাত কোটি টাকায় দলে নেয় পঞ্জাব কিংস। আর অকশনার সেই ঘোষণা করার পরই পঞ্জাবের নিলাম টেবিলে যাঁরা বসেছিলে🐎ন, তাঁরা হাত মেলাতে থাকেন।
নেসের আচরণে বিরক্ত পন্টিং?
সবথেকে উত্তেজিত দেখায় পঞ্জাবের অন্যতম মালিক নেসকে। শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দেন। নিলামের টেবিলে বসে থাকা কয়েকজনের সঙ্গে হাত মেলাতে থাকেন। তারইমধ্যে পাশে বসে থাকা পঞ্জাবের হেড কোচ পন্টিংয়ের কাঁধে হাত দিয়ে চাপড়াতে থাকেন। পন্টিংয়ের মুখে অবশ্য কোনও হাসি ছিল না। বরং তাঁর মুখে কিছুটা বিরক্তির ছাপ দেখা গিয়েছে বল♋ে মনে করছেন নেটিজেনদের একাংশ।
'নিলামে সবথেকে বিরক্তিকর লোক নেস ওয়াদিয়া’
তবে শুধু সেই ঘটনা নয়, সার্বিকভাবেই নেসের 🤡আচরণে নেটিজেনদের একাংশ বিরক্তিপ্রকাশ করেছেন। এক নেটিজেন বলেন, ‘নিলাম টেবিলের সবথেকে বেশি বিরক্তিকর লোক হলেন নেস ওয়াদিয়া।’ অপর এক নেটিজন বলেছেন, ‘পন্টিংয়ের মুখটা শুধু দেখুন। উনি এই ভাঁড়ামির মধ্যে থাকতে চান না। পঞ্জাব ম্যানেজমেন্ট যে কতটা সমস্যাজনক, সেটা উনি বুঝতে পারবেন। ওয়েল ডান নেস ওয়াদিয়া।’
আর সেইসবের মধ্♛যেই এবার আইপিএলের মেগা নিলাম থেকে ২৩ জন খেলোয়াড়কে নিয়েছে পঞ্জাব। যে তালিকায় আছেন শ্রেয়স আইয়ার। তাঁকে ২৬.৫ কোটি টাকায় নিয়েছে। তাছাড়া ১৮ কোটি টাকায় যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিংকে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে মার্কাস স্টইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য, লকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের। আর নিলামের আগে তো শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রিটেন করেছিল।
'৯০ শতাংশ খেলোয়াড়কেই নিয়েছি আমরা'
সবমিলিয়ে নিলামের শেষে যে দল তৈরি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন পঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিন্টা। তিনি বলেছেন, ‘আমরা একেবারে নতুন করে শুরু করতে চেয়েছিলাম। যাঁদের চেয়েছিলাম, তাঁদের কাউকে পেয়েছি, কাউকে🌞 পাইনি। তবে আমরা যে য♒ে খেলোয়াড়কে চেয়েছিলাম, তাঁদের অধিকাংশকেই পেয়েছি।’
ত🌊িনি আরও বলেন, 'কোনও নিলামেই ১০০ শতাংশ খেলোয়াড়কে পাওয়া যা🌠য় না। আপনি যে যে খেলোয়াড়দের নেবেন ভেবেছিলেন, তাঁদের মধ্যে যদি ৯০ শতাংশের বেশি প্লেয়ারকে নিতে পারার অর্থ হল যে নিলামটা খুব ভালো কেটেছে। আর আমরা যাঁদের চেয়েছিলাম, তার মধ্যে থেকে ৯০ শতাংশ খেলোয়াড়কে পেয়েছি।'