শুক্রবার (১৮ অগস্ট) ডাবলিনের ভিলেজ গ্রাউন্ডে উদ্বোধনী টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে তরুণ ব্রিগেড নিয়ে মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। প্রায় ১১ মাস পর তিনি চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করেছেন। এদিনের ম্যাচ তাঁর ফিরে আসার লড়াইয়ের সবচেয়ে কঠিন꧒ পরীক্ষা।
দলের সিনিয়রদের বিশ্রাম দেওয়ার কারণে তরুণ ব্রিগেডকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুুমরাহ। আর ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল তরুণরা, যাঁরা এই সিরিজে সুযোগ পেয়েছেন, নিজেদের প্রমাণ করতে তাঁরাও মরিয়া হয়ে থাকবেন। এদিকে শুধু বুমরাহই নন, স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় এক বছর ধরে খেলার বাইরে থাকা প্রসিধ কৃষ্ণও দলে ফিরেছেন। একঝাঁক তরুণদের, সকলকেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরিয়েফিরিয়ে সুযোগ দেওয়া চেষ্♕টা করা হবে।
প্রথম টি-টোয়েন্টিতে সম্ভবত যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ই ওপেন করবেন। জয়সওয়াল ভারতের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ৪৫.০ গড়ে এবং ১৫৭.৮৯ স্ট্রাইক রেট ৯০ রান করেছেন। এরই মধ্যে একটি হাফসেঞ্♛চুরিও রয়েছে। এ ছাড়াও দু'টি টেস্ট ম্যাচে তিনি ৮৮.৬ গড়ে এবং ৫৪.১৮ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন। একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। এদিকে, সিএসকে তারকা গায়কোয়াড় ন'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৬.৮৮ গড়ে এবং ১২৩.৮৫ স্ট্রাইক রেটে মাত্র ১৩৫ রান করেছেন। ইতিমধ্যে দু'টি ওয়ানডে-তে তিনি ৪৮.২১ স্ট্রাইক রেটে এবং ১৩.৫ গড়ে মাত্র ২৭ রান করেছেন।
সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও প্রভাব ফেলতে পারেননি। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলায় একাদশে থাকতে পারেন এবং তিনি সম্ভবত তিন নম্বরে ব্যাট করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ধামাকাদা✅র অভিষেক হয়েছে তিলক বর্মার। তিনি চারে নামতে পারেন। আবার সঞ্জু এবং তিলকের মধ্যে জায়গা অদলবদলও হতে পারে। তিনে তিলককে খেলিয়ে, চারে নামানো হতে পারে সঞ্জুকে। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল ব্যাটার রিঙ্কু সিং-এর অভিষেক হতে পারে। আর তিনি পাঁচে খেলতে পারেন। এ💃বং ফিনিশারের ভূমিকা নিতে পারেন। ছয়ে নামতে পারেন শিবম দুবে। সে ক্ষেত্রে তিন বছর পর তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। জিতেশের চেয়ে আপাতত একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রিঙ্কু এবং শিবম। তবে পরের দুই ম্যাচের কোনওটায় জিতেশেরও অভিষেক হতে পারে, যদি প্রাথমিক পরিকল্ﷺপনায় ফলাফল পেতে ব্যর্থ হয় ভারত।
ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ আহমেদ স্পিন অলরাউন্ডার হিসেবে ৭ নম্বর জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বছর ওডিআই-এ অভিষেক হয়েছিল শাহবাজের। কিন্তু সেবার ভালো খেলতে পারেননি তিনি। তাই অলরাউন্ডারের ভূমিকার জন্য ওয়াশিংটনসুন্দরের উপরে ভরসা 🅺রাখা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে মাত্র একটি খেলার পর দ্বিতীয় স্পিন বিকল্প হিসেব✅ে সুন্দরকে সঙ্গত করতে পারেন রবি বিষ্ণোই।
পেস বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং এবং প্রসিধ কৃষ্ণের মধ্যে তিন জনকে বেছে নেওয়া হবে। বুমরাহ তো পেস আক্রমণকে নেতৃত্ব নেবেন। এছাড়া আর দু'জন কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফর্ম্যাটেই অভিষেক হয়েছিল মুকেশের। তিনি ক্যারিবিয়ান সফরে খুব খারাপ পারফরম্যান্স করেননি। তাঁকে প্রথম ম্যাচ൩ে দলে রাখার সম্ভাবনা রয়েছে। আর্শদীপকেও খেলানো হতে পারে। অথবা মুকেশের বদলে চোট সারিয়ে দলে ফেরা প্রসিধকেও খেলানো হতে পারে। বর্তমান পরিস্থিতিতে দলে ঢোকౠার ক্ষেত্রে আবেশ খান কিছুটা পিছিয়ে রয়েছে।
প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশ:
ওপেনার: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়
মিডল অর্ডার: ত💦িলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং
অলরাউন্ডার: শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর
ব🐎োলার: জাসপ্রীত বুমরাহ, আর্শদ🧸ীপ সিং, রবি বিষ্ণোই, মুকেশ কুমার/প্রসিধ কৃষ্ণ