‘গডস প্ল্যান বেবি’ এই স্লোগান শুনলেই আমাদের মনে পড়ে যায় কলকতার IPL ট্রফি জয়ের রাতের কথা। রিঙ্কু সিংকে পাশে নিয়ে এসআরকের সেলিব্রেশনে মাতা। এই স্লোগানকে জনপ্রিয় করে তুলেছেন রিঙ্কুই। সম্প্রতি নিজের হাতে ‘গডস প্ল্যান’ ট্যাটুও করিয়েছেন। এই নাইট 🍸তারকা এবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ছিলেন। ৩টি ম্যাচই খেলেন তিনি। সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হয় ১২ অক্টোবর। সেদিন আবার রিঙ্কুর জন্মদিনও ছিল। তাই রেকর্ড রানে ম্যাচ জয়ের পর বিরাট ♛সেলিব্রেশনে মাতেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সেখানেই কেক কেটে পালন করা হয় রিঙ্কুর জন্মদিন। এরপরেই রিঙ্কু সিংকে কেকে ডুবিয়ে দেন দলের বাকি সদস্যারা। তখনই নাইট তারকার মুখে গডস প্ল্যান স্লোগান শোনা যায়।
ভারতীয় ক্রিকেট বোর্ড এই ভিডিয়োটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শেয়ার করে। ভিডিয়োতে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানেই শেষে রিঙ্কু সিংয়ের জন্মদিন সেলিব্রেশনের অংশ রয়েছে। কেক কেটে যখন রিঙ্কু চলে যাচ্ছিলেন তখন অর্শদীপ তাঁকে ডেকে এনে কেক লাগান। রিঙ্কু ধীরে লাগানোর অনুরোধ করলেও তা মানেননি তাঁর সতীর্থরা। কাটা চামচ দিয়ে চলে সারা মুখে কেক লেপার কাজ। তখনই পাশ থেকে হার্দিক পান্ডিয়া ‘গডস প্ল্যান বেবি’ বলে ওঠেন। এরপর রিঙ্কুও হেসে সেই একই স্লোগান তোলেন। শেষে বলেন, ‘🐭সবই ভগবানের পরিকল্পনা, ধন্যবাদ বন্ধুরা’। নেট দুনিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়ো।
ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ শেষ হয়েছে। ভারত এরপর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। তবে তাই বলে ছুটি নেই রিঙ্কু সিংয়ের। ইতিমধ্যেই তিনি আবার অনুশীলনে মন দিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে ♛জিম সেশনের ভিডিয়ো শেয়ার করেছেন রিঙ্কু। তাতে ক্যাপশন দিয়েছেন-💝 ‘হার্ডওয়ার্ক নেভার স্লিপস’।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ শেষ হয়েছে সম্প্রতি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় হার্দিকদের, দ্বিতীয় ম্যাচেও ৮৬ রানে। এরপর শেষ ম্যাচে ১৩৩ রানে জয় পায় ভারত। প্রথমে ব্যাট করে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। দ🐼ুরন্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। জবাবে ১৬৪ রান করতেই সক্ষম হয় বাংলাদেশ। ব্যাট হাতে সিরিজে ভালো পারফরম্যান্স করেছেন রিঙ্কু সিং। দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৯ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।