রিঙ্কু সিং বাগদান সারলেন বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। সংবাদমাধ্যম নিউজ২৪-র প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের ๊মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়েছে ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটারের। শীঘ্রই তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। যিনি আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন। আগামী ২২ জানুয়ারি থেকে কল🍸কাতায় সেই সিরিজ শুরু হবে। তার আগে কলকাতায় ভারতীয় দলের শিবির হওয়ারও কথা আছে।
রিঙ্কুর পোস্ট নিয়েও জল্পনা শুরু!
আর তার আগেই বাগদান সেরে ফেলেছেন কিনা, তা নিয়ে আপাতত রিঙ্কু নিজে কিছু জানাননি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও꧃ সেরকম কিছু ঘোষণা করা হয়নি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দিদির সঙ্গে ছবি শেয়ার করেছেন। যা দেখে আবার কেউ-কেউ জল্পনা শুরু করে দিয়েছেন যে এই ছবিটা কি রিঙ্কুর বাগদানের সময় তোলা হয়েছিল? যদিও বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ভিডিয়ো: MI-এর মনোমালিন্য অতীত, মুম্বইয়ে এক🐼সঙ্গে অনুশীলন রোহিত-হা🎀র্দিকের
প্রিয়া সরোজ আসলে কে?
১) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚী কনি🔥ষ্ঠতম প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়া। সেইসময় তাঁর বয়স ছিল ২৫। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। অন্যদিকে রিঙ্কুর বয়স হল ২৭।
২) তিনবারের সাংসদ তুফানি সরোজের মেয়ে হলেন প্রিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মছলিশহর আসন থেকে সমাজবাদী পার্টির আসনে লড়াই করেছিলেন। ৩৫,৮৫০ ভোট🌺ে হারিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ ভোলানাথকে।
আরও পড়ুন: Gautam Gambhir: ড্রেসিংরুমে ‘নিয়মশৃঙ্খꦅলার অভাব’! BCCI-কে নালিশ করেছিলেন গম্ভীর-রিপোর্ট
৩) প্রিয়া আবার পেশায় আইনজীবী। লোকসভা নির্বাচনের সময় দাখিল করা হলফ💝নামা অনুযায়ী, ২০১৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন। আর তার⛦পর উত্তরপ্রদেশের নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছিলেন প্রিয়া। উত্তীর্ণ হয়েছিলেন ২০২২ সালে।
৪) নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রিয়া ꦡউত্তরপ্রদেশের বারাণসী জেলার মেয়ে।আর সেই প্রিয়ার সঙ্গেই রিঙ্কু বিয়ে করতে চলেছেন বলে রিপোর্টে জানানো হয়েছে।
আবার দেশের জার্সিতে ফিরতে চলেছেন রিঙ্কু
এমনিতে ভারতের হয়ে শ🤪েষবার রিঙ্কু খেলেছিলেন ২০২৪ সালের ১৫ নভেম্বর। তারপর থেকে ভারত আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। লাগাতার টেস্ট সিরিজ চলেছে টিম ইন্ডিয়ার। অবশেষে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের সিরিজ শুরু হতে চলেছে। তারইমধ্🦩যে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট এবং ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন ভারতের তারকা।