আগামীতে মুক্তি পাচ্ছে অনন্যা চট্টোপাধ্যায়ের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তির আগেই কি বলিউডে পা রাখার ইঙ෴্গিত দিলেন অভিনেত্রী?
আরও পড়ুন: না জেনেই সইফ আলি খানকে হাসপাতালে প♊ৌঁছান! অটোচালক বললেন, 'ঘাড় পিঠ দিয়ে রক্ত ঝরছিল'
বলিউড ডেবিউ নিয়ে জানালেন অনন্যা চট্টোপাধ্যায়?
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা জানান ফাতিমা সানা শেখ এবং আর মাধবনের সঙ্গে তিনি একটি সিরিজে কাজ করেছেন। সেই ಌসিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই বিষয়ে অভিনেত্রী আরও খোলসা করে জানান, 'এই গল্পে কম বয়সী একটা মেয়ের সঙ্গে একটা বয়স্ক লোকের সম্পর্ক, প্রেমের কথা দেখানো হবে। ফাতিমার চরিত্রটি বাঙালি মেয়ের। আমি ওঁর পরিবারের অংশ। সদস্য। অন্যদিকে আর মাধবন জামশেদপুরের।' তবে ফাতিমা সানা শেখের মা না দিদির কার চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে সেটা স্পষ্ট নয়।
অনন্যা চট্টোপাধ্যায়কে সত্যি বলে সত্য♊ি কিছু নেই ছবিতে ট্যাংক রূপা নামক একটি চরিত্রে দেখা যাবে। সে বিজ্ঞাপন জগতে কাজ করে। এই চরিত্রটি মনে করে বম্বেতে সব ভালো কাজ হয়। অকারণ ইংরেজিতে কথা বলে। ঠেস দিয়ে কথা বলে। কৌশিক সেনের চরিত্রর স্🤡ত্রী হল এই রূপা।
বম্বে গিয়ে কাজ করা প্রসঙ্গে কী জানালেন অনন্যা?
অনন𝓀্যা চট্টোপাধ্যা♓য় জানান তিনি যতই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক হন না কেন তিনি চাননি মুম্বই গিয়ে ভাড়া বাড়িতে পড়ে থেকে কাস্টিং ডিরেক্টরদের কাছে যেতে, বা অডিশন দিয়ে রিল দেখিয়ে কাজ পেতে। তাই তিনি চেয়ে কলকাতায় থাকতে। তাঁর কথায়, 'কেউ কাজ দেখে কাজ দিলে ভালো লাগে।'
আরও পড়ুন: বℱরের ক্রিকেট দলের মালিকের অন্ধ ভক্ত প্রিয়া! রিঙ্কুর হবꦅু বউ বললেন, 'আমি শাহরুখের নতুন ছবি...'
আরও পড়ুন: আততা𓄧য়ীর আক্রমণে সইফের শিরদাঁড়ায় গেಞঁথে গেছিল ছুরির অংশ, অস্ত্রোপচারের পর প্রকাশ্যে এল ছবি
সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে
প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র,෴ প্রমুখকে দেখা যাবে।