উত্তরপ্রদেশ টি-২০ লিগে দুই কেকেআর তারকার সম্মুখসমরে নীতীশ রানাকে টেক্কা দিলেন রিঙ্কু সিং। মারকাটারি হাফ-সেঞ্চুরি করে মীরাট মাভেরিকসকে টানা তৃতীয় জয় এনে দিলেন ক্যাপ্টেন রিঙ্কু। অন্যদিকে টুর্নামেন্টের 🍎তিন ম্যাচে মাঠে নেমে দ্বিতীয় হারের মুখ দেখতে হয় নীতীশের নেতৃত্বﷺাধীন নয়ডা কিংসকে।
বৃহস্পতিবার একানা স্টেডিয়ামে টস জেতেন নীতীশ রানা। তিনি শুরুতে ব্যাট করতে পাঠান রিঙ্কুদের। মীরাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। ছয় নম্বরে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং মাত্র ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ ক🌠রেন। তিনি শেষমেশ দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৩৫ বলের ধুমধাড়াক্কা ইনিংসে রিঙ্কু ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ২৭ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন মাধব কৌশিক। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৫ রান করেন দিব্যাংশ যোশি। স্বস্তিক চিকারা ২, অক্ষয় দুবে ৮, ঋত🐠ুরাজ শর্মা ৭, উবেশ আহমেদ ৮ ও জীশান আনসারি অপরাজিত ৭ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি দিব্যাংশ রাজপুত।
নয়ডার হয়ে ৩ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন কুণাল ত্যাগী। ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নেন নমন তিওয়ার🧔ি। পীযূষ চাওলা ৪ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট নেন।🍌 নীতীশ রানা ৩ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন।
পালটা ব্যাট করতে নেমে নয়ডা কিংস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। ১১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রিঙ্কুর 🔴মীরাট। কাব্য তেওয়াটিয়া ৪৫ বলে ৬৫ রান করেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ১৩ বলে ২১ রান করেন ক্যাপ্টেন রানা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৮ বলে ২১ রান করেন আদিত্য শর্মা। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। প্রিয়াংশু পান্ডে ১৬, হান্নান রিজওয়ান ১১, প্রশান্ত বীর ৪, মহম্মদ শারিম ২, নমন তিওয়ারি ৪ ও পীযূষ চাওলা ১ রানের যোগদান রাখেন।
মীরাটের෴ বিজয় কুমার ২৫ রানে ৩টি উইকেট নেন। ৩ ও🦄ভার বল করে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রিঙ্কু সিং। ব্যাটে-বলে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা হন রিঙ্কু।