বর্ডার গাভাসকর সিরিজ খেলতে দেশ ছাড়লেন ঋষভ পন্ত। আর মাত্র দু সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর ট্রফি। এই সিরিজ ভারতীয় দলের কাছে মর্যাদারক্ষার সিরিজ। কারণ ঘরের মাঠে মাত্র এক সপ্তাহ আগেই কিউয়িদের বিরুদ্ধে সিরিজে চুন🐟কাম হয়ে মাঠ ছেড়েছেন পন্তরা। এই আবহেই বর্ডার গাভাসকর ট্রফি ত🤪াঁদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন-হঠ🃏াৎই অবসর♌ের সিদ্ধান্ত ঋদ্ধিমান সাহার! শেষ হবে এক যুগের! কবে শেষ ম্যাচ? জেনে নিন
কিউয়িদের বিরুদ্ধে সর্বোচ্চ রান স্কোরার পন্ত…
টিম ইন্ডিয়ার এই মূহূর্তে সব থেকে নি🌺র্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে অন্যতম ঋষভ পন্ত। দলের তারকারা যখন ব্যর্থ হয়েছেন কিউয়ি স্পিনারদের বিরুদ্ধে, তখন বুক চিতিয়ে লড়ে গেছেন দিল্লির হয়ে খেলা এই ক্রিকেটার । যদিও তাতের লাভের লাভ খুব বেশি হয়নি, কারণ দলের হার বাঁচাতে পারেননি। মায়ের আশীর্বাদ নিয়েই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন।
ঋষভ পন্তের ভিডিয়ো ভাইরাল-
সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিয়ো ভাইরাল হল যেখানে দেখা ꧒যাচ্ছে ঋষভ পন্ত গাড়ি থেকে নেমে মায়ের জন্য অপেক্ষা করলেন। এর পর মা আসতেই তাঁকে প্রণাম করলেন। নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল হারলেও তিনি এই সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হিসেবেই মাঠ ছাড়েন। মুম্বইতে দুই ইনিংসেই ছিল তাঁর অর্ধশতরান।
আইসিসি ক্রমতালিকায় উন্নতি পন্তের-
সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ঋষভ পন্ত। মাত্র দেড় মাস আগেই তিনি চোট কাটিয়ে টেস্টে ফিরেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। গাড়ি দুর্ঘটনার পর বাংলাদেশর সিরিজ দিয়ে📖ই তাঁর টেস্ট দলে কামবꦏ্যাক হয়। আর ফেরার পর থেকে তাঁকে আর পিছের দিকে ফিরে তাকাতে হয়নি। দল হারুক বা জিতুক, তিনি রান করেই যাচ্ছেন।
পন্তের ফর্মই ভারতের ভরসা-
ভারতীয় দলের এই মূহূর্তে যা অবস্থা, তাতে তাঁরা যে বিশ্ব টেস্ট চ্যাম্পি💫নয়শিপের ফাইনালে জায়গা করে নেবেই, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলকে অন্তত চারটি ম্যাচে জিততে হবে টেস্ট ফাইনালে কোয়ালিফাই করতে গেলে। এই অবস্থায়, ঋষভ পন্তের রানের মধ্যে থাকা অন্যন্ত জরুরি হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে।