দিল্লির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে এবার যে ঋষভ পন্ত, নভদীপ সাইনি, হর্ষিত রানা খেলবেন বা খেলতে পারেন তা আগেই জানা গিয়েছিল। এবারের দিল্লি প্রিমিয়র লিগে খেলবে ছটি ফ্র্যাঞ্চাইজি দল। তার মধ্যে পুরানি দিল্লি ৬ ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়কত্ব পেয়েছেন ঋষভ পন্ত। দিল্লি প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ শুরুর আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাকে বলে উন্মোচনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হিরোর সম্মান দেওয়া হয় ঋষভ পন্তকে। পাশাপাশি টি-২০ বিশ্বকাপেও জেতার জন্য পন্তকে আলাদাভাবে 𝐆সম্মান দেওয়া হয়।
আরও পড়ুন-‘আমরা ওদের সম্মান করি,ও🐽রা চাকর নয়’…বিরাট-রোহিতের দলীপে না থাকা নিয়🔯ে মন্তব্য জয় শাহ-র
নিউ দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দিল্লি প্রিমিয়র লিগের উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হন ভারতের তারকা কিপার ব্যাটার ঋষভ পন্ত। যিনি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে হওয়া শেষ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে🦩। শনিবার থেকে শুরু হয়েছে প্রথমবর্ষ দিল্লি প্রিমিয়র লিগ।প্রথম ম্যাচে ঋষভ পন্তের নেতৃত্বাধীন পুরানি দিল্লি-৬ ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হয়েছিল আয়ুষ বাদোনির নেতৃত্বাধীন দক্ষিণ দিল্লি সুপারস্টারের।
আরও পড়ুন-কেন্দ্রীয় চুক্তিতে লাভ কম! তাই ফারগুসনদে✨র পথে হেঁটে অস্থায়ী চুক༺্তি বাছলেন অ্যালেন
এই মুহূর্তে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের বিরল ৪২ দিনের বিরতি চলছে। সেই সময়েই আয়োজন করা হচ্ছে এই দিল্লি প্রিমিয়র লিগের। ফলে ভারতের হয়ে খেলা দিল্লির ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে এই দিল্লি প্রিমিয়র লিগে। পন্তের দলের হয়ে খেলছেন প্রা🍒ক্তন ভারতীয় তারকা পেসার 🦂ইশান্ত শর্মা ও।
আরও পড🐻়ুন-ডার্বি বাতিলেও রোখা গেল না আওয়াজ!রবিཧবার যুবভারতীতে RG Kar কাণ্ডে প্রতিবাদের ডাক ইস্টমোহনের সমর্থকদের
পন্তকে এদিন প্রচন্ড উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নিতে দেখা যায় উল্লসিত জনতাকে। ফায়ার ওয়ার্কসের ও ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাঁকে সম্মান জানান ডিডিসিএর সভাপতি রোহন জেটলি এবং বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। পরব🎶র্তীতে দিলীপ ট্রফিতে ও খেলতে দেখা যাবে পন্তকে। ৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই দিলীপ ট্রফির ম্যাচগুলো। ২০২২ সালের ডিসেম্বরের গাড়ি দুর্ঘটনার পরে এই প্রথমবার লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে পন্তকে।