ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ একে তো ব্যাটে রান নেই, তার উপর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে উঠেই বিসিসিআইয়ের শাক্তির মুখে পড়লেন ঋষভ পন্ত। একা লখনউ দলনায়কেরই নয়, বরং শাস্তি হল সুপার জায়ান্টসের নবাগত বোলার দিগ্বেশ সিংয়েরও। এই নিয়ে পরপর দু'ম্যাচে একই কাণ্ড ঘটিয়ে বোর্ডের রোষে দিগ্বেশ। অবিলম্বে নিজেকে শুধরে না নিলে আরও বড়সড় শাস্তির মুখে পড়তে হবে ২৫ বছর বয়সী স্পিনারকে।
♌শুক্রবার লখনউয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি এলএসজি। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। যে কারণে শাস্তি হয় লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পন্তের। যেহেতু আইপিএলের চলতি মরশুমে এটি লখনউ প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই ক্যাপ্টেনকে নূন্যতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়।
﷽চলতি মরশুমে লখনউ প্রথমবার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ২.২২ ধারা অনুযায়ী ঋষভ পন্তকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পার পেয়ে গিয়েছেন দলের বাকি ক্রিকেটাররা। যদিও ফের এমন ভুল করলে ক্যাপ্টেনের সঙ্গে মাশুল গুনতে হবে প্রথম একাদশের বাদি খেলোয়াড়দেরও। এমনকি শাস্তি হবে ইমপ্যাক্ট প্লেয়ারেরও।
ওআইপিএল ২০২৫-এ ঋষভ পন্ত হলেন তৃতীয় অধিনায়ক, যাঁকে দলের স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেতে হল। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ওভার-রেট বজায় রাখতে না পারায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ইতিমধ্যেই এই শাস্তি পেতে হয়েছে। সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে না পারার শাস্তি হয়েছে রিয়ান পরাগের। এবার সেই তালিকায় যোগ হল ঋষভ পন্তের নাম।
💛শুক্রবার লখনউয়ে মুম্বইয়ের ব্যাটার নমন ধীরকে আউট করে নোটবুক সেলিব্রেশন সারেন সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং। দিগ্বেশের সেলিব্রেশন আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে পড়ে। উল্লেখ্য, পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে প্রিয়াংশ আর্যকে আউট করেও নোটবুক সেলিব্রেশন সারেন দিগ্বেশ। যার ফলে তাঁকে শাস্তি দেয় বিসিসিআই। তবে সেই ভুল থেকে শিক্ষা নেননি লখনউয়ের স্পিনার। তিনি ফের পরের ম্যাচেই হিরোগিরি দেখিয়ে বিসিসিআইয়ের রোষের মুখে পড়েন।
𒅌পঞ্জাব ম্যাচের পরে দিগ্বেশকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য লখনউ তারকার জরিমানা হয় ম্যাচ ফি-র ৫০ শতাংশ। পঞ্জাব ম্যাচের পরে দিদ্বেশের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়। এবার মুম্বই ম্যাচের পরে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় দিগ্বেশের খাতায়। এমনটা চলতে থাকলে লখনউ তারকা নির্বাসিতও হতেও পারেন।