নদিয়ার একটি খুনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএসএস) অধীনে রাজ্যে প্রথম আমৃত্যু কারাদণ্ড দিল আদালত।রানাঘাট ফাস্ট ট্রাক আদালত এই রায় ঘোষণা করেছে। গত বছর পেট্রোল পাম্পের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলায় তিনজনের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছেন বিচারক । (আরও পড়ুন: 'বাবু...', নিহত বায়ুসেনা পাইলটের দেহ ♎ꦐজড়িয়ে কান্না বাগদত্তার, দেখুন সেই ভিডিয়ো)
আরও পড়ুন: মদꦉন তামাং𝓀 হত্যা মামলায় চাপে বিমল গুরুং, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা গোর্খা নেতার
মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি গত বছরের সেপ্টেম্বরের। নদিয়ার শান্তিপুরের কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে একটি বোলেরো মাক্স পিকআপ গাড়ি। তখন ওই গাড়িকে বাঁধা দেন পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস। সেই সময় বিশ্বজিৎকে পিষে দেয় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় বিশ্বজিতের। পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ চালক সহ ৪ জনকে গ্রেফতার করে। ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করে। এরমধ্যে ছিল একজন নাবালক। তাদের হাসনাবাদ থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। মামলা শুরু হয় রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতে। এদের মধ্যে ৩ জনকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাদের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক মনোদীপ দাশগুপ্ত। (আরও পড়ুন: 'ইউꦅনুসের বিরুদ্ধে বাংলাদেশে তৎপর ভারতীয় RAW এজেন্টরা...')
আরও পড়ুন: 'ভারত-বাংলাদেশের সম্পর্💟ক…', মোদী-ইউনুস বৈঠকের পর বড় মন্তবಞ্য হাসিনা বিরোধী নেতার
আদালত সূত্রে জানা গিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই ধারাগুলিতে তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক। সরকারি আইনজীবীর যুক্তি ছিল, এটা ন🧔ির্দয় ঘটনা ছিল। কারণ সামান্য টাকার জন্য ইচ্ছাকৃতভাবে একজনের জীবন কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই ধরনের অপরাধীরা সাজা না পেয়ে বেরিয়ে আসলে সমাজে ভুল বার্তা যাবে। সেই আর্জি মেনেই অভিযুক্তদের সাজা ঘোষণা করেছে আদালত।
এবিষয়ে পুল꧟িশের বক্তব্য, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের দল দ্রুততার সঙ্গে কাজ করেছে। ঘটনার কয়েকদিনের মধ্যেই সব অভিযুক্তকে গ্রেফতার করে তাদের আইনের অধীনে আনা হয়েছে। শুক্রবার আদালতের এই রায়ে খুশি বিশ্বজিতের পর♈িবার। তাঁরা আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বিশ্বজিৎকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এই রায়ে তিনি বিচার পেয়েছেন। পুলিশকেও ধন্যবাদ জানিয়েছে বিশ্বজিতের পরিবার।