🐎রবিবার রামনবমী। দিকে দিকে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এবার মালদায় রামনবমীর মিছিলে সহযোগিতা করবেন মুসলিম সম্প্রদায়ের লোকজনও। সম্প্রীতির বাংলায় নিঃসন্দেহে অনন্য নজির। মালদায় রামনবমী আয়োজনের প্রস্তুতি চলছে। সম্প্রীতি রক্ষার প্রতি আহ্বান জানাচ্ছেন সকলেই।
🌟তবে এবারই তাঁরা প্রথমবার সহযোগিতা করছেন এমনটা নয়, এর আগেও মালদার আটকোশি মুসলিম কমিটি এনিয়ে সহযোগিতা করেছে।
তবে এবার মোথাবাড়ির অশান্তির ঘটনার পরে নানা গুঞ্জন ছড়াচ্ছিল। তবে টিভি ৯ বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন জানিয়েছেন, আমাদের মালদহে🥀র মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনও সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না। এই বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের কমিটির তরফে প্রতি বছরই রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়। মিছিলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এই বছরও আমরা করব। জানিয়েছেন তাঁরা।
আটকোশি মুসলিম൩ কমিটির সম্পাদক জানিয়েছেন, এই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল সরবত কী কী দেওয়া হবে সব ঠিক হবে। মিছিলে আমাদের তরফে পুষ্প বৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। মিষ্টিমুখ করা যায় কি না সেই চেষ্টাও করা হচ্ছে।
গোটা বাংলার মতো মালদাতেও রামনবমী𝕴র আয়োজন। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, সকলেই আসতে পারেন। কার্যত মুসলিমরাও এই শোভাযাত্রায় অংশ নিতে পারে বলে জানানো হয়েছে।
💧সম্প্রীতির বাংলা। সেখানে রামনবমীতে যাতে কোনওভাবে অশান্তি না হয় সেকারনে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনওভাবে কেউ যাতে উসকানি দিতে না পারে তার জন্য সদা সতর্ক পুলিশ প্রশাসন। জেলায় জেলায় তার প্রস্তুতি চলছে।
🔯জেলায় জেলায় রামনবমীর প্রস্তুতি চলছে। সতর্ক পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় চলবে ড্রোন দিয়ে নজরদারি। প্রচুর পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন এলাকায়। স্পর্শকাতর এলাকায় চলছে রুটমার্চ। সবরকম খেয়াল রাখছে পুলিশ। হাওড়া থেকে হাতিবাগান, কলকাতা থেকে কাঁচড়াপাড়া সর্বত্র চলছে রাম নবমীর প্রস্তুতি।
🐽এদিকে বিভিন্ন জায়গায় আবার তৃণমূলের নেতা নেত্রীদের উদ্যোগেও রামনবমী পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেটা সরাসরি দলের ব্যানারে হবে না। সেটা হবে দলের বাইরে। চুঁচুড়া, জলপাইগুড়িতে তৃণমূলের নেতা নেত্রীরা এনিয়ে প্রস্তুতি নিচ্ছেন।