বাংলা নিউজ > ক্রিকেট > MS Dhoni to become CSK captain - ফের ধোনি হতে পারেন CSK-র ক্যাপ্টেন, কবে থেকে অধিনায়কত্বের সম্ভাবনা? এল বড় খবর
ধোনি ফ্যান🧸দের জন্য সুখবর, আইপিএলে আবারও অধিনায়কের ভূমিকায় ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, দেখা দিয়েছে বড় সম্ভাবনা। অবশ্য এই খবর মাহিভক্তদের জন্য সুখবর হলেও তাঁর দলের জন্য হয়ত ভালো খবর নয়। কারণ স্বইচ্ছায় নয়, একান্তই বাধ্য হয়ে ক্যাপ্টেন কুলকে ফের নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরতে হচ্ꦰছে, এমনই খবর প্রকাশ্যে আসছে।
আসলে সিএসকের বর্তমান অধিনায়ক রুতুরাজ গ♔ায়কোয়াড়ে চোট রয়েছে। সেই কারণে শনিবারের ম্যাচে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের, এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কারণ লিগের পয়েন্ট তালিকায় তাঁদের স্থান খুব একটা ভালো নেই। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আইপিএলের সফলতম অধিনায়ককেই ফের একবার পুরনো দায়িত্বে ফেরানোর কথা ভাবছে সিএসকে ম্যানেজমেন্ট।
বিস্তারিত আসছে….
ক্রিকেট খবর