আচমকাই বড় ঘোষণা করলেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন শুক্রবার জানিয়ে দিলেন যে চলতি মরসুমের শেষে তার সঙ্গে ম্যান সিটির 🎶চুক্তি শেষ হলে তিনি ক্লাব ছাড়বেন। পেপ গুয়ার্দিওলার দলের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। কারণ বেলজিয়ান এই তারকা ২০১৫ সালে ক্লাবে যোগদানের পর থেকে ম্যানচেস্টারের এই ক্লাবটিকে ছয়টি প্রিমিয়ার লিগ 🐽শিরোপা এনে দিয়েছেন তিনি। এছাড়াও জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০২২-২৩ মরসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী দলেরও অংশ ছিলেন তিনি।
ম্যানচেষ্টার ছাড়লেন কেভিন ডি ব্রুইন
নিজেই সোশাল নেটওয়ার্কিং সাই🐎ট এক্সে এই সিদ্ধান্তের কথা জানান কেভিন ডি ব্রুইন। তিনি লিখেছেন, ‘এই লেখাটা দেখেই সবাই বুঝতে পারছ, কি বলতে চলেছি। তাই সোজাসুজি মূল্য বক্তব্যে আসছি। ম্যানচেষ্টার সিটিতে আগামী কয়েকটা মাসই আমার শেষ এই ক্লাবে। এই নিয়ে লেখাটা মোটেই সহজ ন𝐆য়, কিন্তু একজন ফুটবলারের জীবনে এই দিনটা আসেন। তাই আমি চেয়েছি, সকলে আমার থেকেই প্রথম এই বিষয়টা জানুন’।
ম্যানচেষ্টার আমার হৃদয়ে থাকবে
এরপর ডি ব্রুইন আরও লিখেছেন, “এই শহর। এই ক্লাব। এখানকার মানুষ, আমাকে সবকিছু দিয়েছে। আমার কিছু করার ছিল না, আমাকে কিছু ফিরিয়ে দিতে হয়েছে! তাই আমরা সবকিছুই জিতেছি। তবে ভালো লাগুক বা না লাগুক, এবার বিদায় বলার সময় এসেছে। আমাদের পরিবারের জন্য ম্꧑যানচেষ্টারের অর্থ ঠিক কতটা সেটা আমরা জানি, এই শহর আমাদের হৃদয়ে থেকে যাবে সারাজীবন। "
এটাই শেষ মরসুম সিটিতে ব্রুইনের
শেষে তিনি লিখেছেন, “ফুটবল আমাকে আপনাদের সকলের কাছে এনে দিয়েছে। প্রতিটি গল্পের শেষ হয় কিন্তু এখানে খেলাটা অবশ্যই আমার জীবনের সেরা অধ্যায়✅। আমি স্বপ্নকে তাড়া করতে করতে যখন এখানে এসেছিলাম, তখন জানতাম না এখানে এসে আমার জীবন বদলে যাবে। আসুন একসঙ্গে এই শেষ মুহূর্তগুলি উপভোগ করি। "
সামনে কঠিন ম্যাচ সিটির
কেভিন ডি ব্রুইন সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেছেন এখনও পর্যন্ত। তবে এই মরসুমে তিনি মাত্র ১৯টি ম্যাচে খেলেছেন। এই মিডফিল্ডার ২০১৫ সালে ওলꦫফসবার্গ থেকে ক্লাবে যোগদান করেন। এর আগে চেলসিতেও তিনি খেলেছিলেন। ম্যানচেস্টার সিটি বর্তমানে প্রিমিয়র লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তাঁরা, তাই শিরোপা জয় নেই। আপাতত সিটির টার্গেট চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে নেওয়া। রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তাঁরা, তাঁর আগে এমন ধাক্কায় স্বাভাবিকভাবেই হতাশ দলের সমর্থকরা। প্রসঙ্গত, এ♋কা ডি ব্রুইন নয়, সিটি ছাড়ার ব্যাপক জল্পনা রয়েছে দীর্ঘদিন এই দলে খেলা গোলরক্ষক এডারসনেরও।