🎀 কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল ২০২৫-এ অক্সিজেন পাওয়ার পরেই, আরও একটি সুখবর পেল মুম্বই ইন্ডিয়ান্স। ফিট হয়ে ওঠার পথে জসপ্রীত বুমরাহ। আগামী কয়েক দিনের মধ্যে বুমরাহ দলে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন ভারতের তারকা পেসার।
💎এবার আইপিএলে টানা দু'ম্যাচ হেরে অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। মুম্বইয়ের পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এর মাঝেই দলের তারকা ফাস্টবোলারকে নিয়ে এল সুখবর।
🥀ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ অস্ট্রেলিয়া সফরে পিঠে চোট পাওয়ার পর থেকে ২২ গজের বাইরে রয়েছেন। যে কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। তারপর থেকে, বুমরাহ বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সের (COE) মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে নিজের পুনর্বাসন সম্পন্ন করছেন। সম্প্রতি বুমরাহকে বেঙ্গালুরুর সিওই-তে বোলিং করতে দেখা গিয়েছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে ,বুমরাহকে মেডিক্যালি ফিট বলে ঘোষণা করা হয়েছে। তবে তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি।
কবে ফিরতে পারেন বুমরাহ?
🌼ইএসপিএন ক্রিকইনফোর (ESPN-Cricinfo) রিপোর্টে বলা হয়েছে, বুমরাহ এখন ফিটনেস পরীক্ষার শেষ রাউন্ডের কাছাকাছি চলে এসেছেন। আগামী কয়েক দিনের মধ্যে সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষা হবে, যেখানে পূর্ণ শক্তি এবং ক্ষমতা দিয়ে বোলিং করার সময়ে বুমরাহের ওয়ার্কলোড পরীক্ষা করা হবে। বুমরাহের বর্তমান অবস্থা দেখে মনে করা হচ্ছে, তিনি মাঠে ফেরার অপেক্ষাতেই রয়েছেন। তবে মুম্বইয়ের হয়ে কমপক্ষে আরও ২টি ম্যাচ খেলতে পারবেন না। যার মধ্যে ৪ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে এবং তার পর ৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলার সম্ভাবনা নেই বুমরাহের। এই পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে বুমরাহকে। এই ম্যাচে না খেলতে পারলেও, ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
বুমরাহ নিজেও তাড়াহুড়া করতে রাজি নয়
ꦆবিসিসিআই বরাবরই বলে আসছে, বুমরাহকে নিয়ে তারা তাড়াহুড়ো করতে রাজি নয়। বুমরাহ নিজেও চাইছে না, মাঠে ফেরার জন্য তাড়াহুড়ো করতে। তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন, এটা নিশ্চিত হওয়ার পরেই মাঠে ফিরতে চান। এর কারণ হল আইপিএলের পর ইংল্যান্ড সফর রয়েছে। যেখানে টিম ইন্ডিয়াকে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে হবে। এই সিরিজে, বুমরাহ টিম ইন্ডিয়ার প্রধান ফাস্ট বোলার হবেন এবং তাঁকে দলের নেতৃত্ব দিতেও দেখা যেতে পারে। এদিকে মুম্বই ইন্ডিয়ান্স বুমরাহের অনুপস্থিতিতে, ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার ছাড়াও, তরুণ বোলার অশ্বনী কুমারকেও সুযোগ দিয়েছে, যিনি তাঁর অভিষেক ম্যাচেই মুগ্ধ করেছেন।