ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ মরশুমের ঠিক আগে, দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং তাদের ভক্তদের জন্য একটি দুর্দান্ত🧜 খবর রয়েছে। এই মরশুমে আইপিএল খেলতে প্রস্তুত দলের অধিনায়ক ঋষভ পন্ত। এনসিএ থেকে পুরো ফিট হওয়ার সার্টিফিকেটও নাকি পেয়ে গিয়েছেন পন্ত।
জয় শাহের বিবৃতি
পন্ত প্রসঙ্গে সোমবার বিসিসিআই সচিব জয় শা♎হ অবশ্য পিটিআই-কে বলেন, ‘পন্ত ভালো ব্যাটিং করছে, ভালো উন্নতি করছে- আমরা ওকে শীঘ্রই ফিট ঘোষণা করব। ও যদি আমাদের জন্য টি২০ বিশ্বকাপ খেলতে পারে, সেটা হবে অনেক বড় কথা। ও দলের একটা বড় সম্পদ। ও যদি নিজেকে প্রমাণ করতে পারে, বিশ্বকাপে খেলতে পারে। দেখা যাক আগে আইপিএলে, ও কেমন পারফরম্যান্স করে।’
শীঘ্রই দিল্লি দলে যোগ দেবেন ঋষভ পন্ত
এক সূত্র 🎃মারফৎ জানা গিয়েছে যে, ঋষভ পন্ত ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। স্বাভাবিক ভাবে🌟ই এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আর কোনও সমস্যা হবে না পন্তের। প্রসঙ্গত, এবারের আইপিএল শুরু হচ্ছে ২২মার্চ থেকে।
আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চღান ভারতꦑের প্রাক্তনী
ঋষভ পন্ত বর্তমানে ২০২৪ আইপি🌞এল🍷ের শুটিং নিয়ে ব্যস্ত। এর পর তিনি কয়েক দিনের মধ্যে দিল্লি দলে যোগ দেবেন। ২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনমে তাঁর উদ্বোধনী ম্যাচ খেলবে। ঋষভ পন্ত ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর এবার ভাইজ্যাগে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন।
দিল্লি দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে পন্তকে?
আইপিএলে কী ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্তকে? তাঁকে কি দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাকি খেলোয়াড় হিসেবে? এই নিয়ে কোনও আনুষ্ঠানিক প্💦রতিক্রিয়া দেওয়া হয়নি দিল্লি ক্যাপিটালসের তরফে। তবে সূত্র মারফৎ জান💞া গিয়েছে যে, দিল্লির ফ্র্যাঞ্চাইজি ঋষভ পন্তের আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা মাথায় রেখে, তাঁর উপর কোনও চাপ দেবে না। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পন্তের খেলার কোনও সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। খাঁটি ব্যাটার হিসেবে সম্ভবত তিনি খেলবেন। ফ্র্যাঞ্চাইজি কিপার-ব্যাটারকে চাপ দিতে চায় না এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর ফিটনেস পর্যবেক্ষণ করবে। তবে আপাতত, তাঁকেই দিল্লির অধিনায়ক ভাবা হচ্ছে।
আরও পড়ুন: অজিদের পিছন﷽ে ফেলে টেস্টেও একে উঠল ভা🐭রত, সব ফর্ম্যাট সহ WTC পয়েন্ট টেবল কাঁপাচ্ছেন রোহিতরাই
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালস ২৩ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলবে। এর পর ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক♛্ষে ম্যাচ রয়েছে তাদের।