চলতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিয়ান পরাগ। বরং বলা ভালো যে, রঞ্জির মঞ♒্চে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন অসম দলনায়ক। সব দেখে শুনে মনে হচ্ছে বুঝি রঞ্জির আসরেই আইপিএল ২০২৪-এর প্রস্তুতি সেরে রাখছেন রিয়া🦄ন।
চলতি রঞ্জি মরশুমে এই নিয়ে ৩টি ম্যাচে মাঠে নেমেছেন রিয়ান পরাগ। ছত্তিশগড় ও কেরলের বিরুদ্ধে আগের ২টি ম্যাচে ধ্বংসাত্মক মেজাজে ১টি করে শতরান করেছেন তিনি। এবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন পরাগ। উল্লেখযোগ্য বিষয় হল, যে গতিতে এদিন রান তোলেন রিয়া💫ন, তেমন স্ট্রাইক-রেট সচরাচর টি-২০ ক্রিকেটে দেখা যায়।
অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১২ রান করে আউট হন রিয়ান পরাগ। তবে ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে রিয়ান অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪৬ রানে। ২৭ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। অর্থাৎ, ১৭০.৩৭ স্ট্রাইক-রেটে রান൲ সংগ্রহ করেন পরাগ।
এর আগে ছত্তিশগড় ম্যাচের দ্বিতীয় ইনিংসে রিয়ান ১১টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ১৫৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন। পরে কেরল ম্যাচের প্রথম ইনিংসে রিয়ান করেন ১১৬ 🉐রান। ১২৫ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১৬টি চার ও ৩টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন ব্যাট হাতে রং ছড়ালেও ছত্তিশগড় ও কেরল ম𓃲্যাচে অসমের দলগত পারফর্ম্যান্স ছিল নিতান্ত খারাপ। এবার অন্ধ্রপ্রদ🍸েশের বিরুদ্ধেও অসমকে কোণঠাসা দেখাচ্ছে। অভাবনীয় কিছু না ঘটলে অন্ধ্রর কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়া সহজ হবে না অসমের পক্ষে।
ডিব্রুগড়ে শুরুতে ব্যাট করে অন্ধ্র তাদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে অসম তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৬০ রান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ২৮ রা💟নে পিছি♈য়ে পড়ে অসম।