প্রথম ইনিংসে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন যুবরাজ সিং। রাহুল তেওয়াটিয়া প্রথম ইনিংসে অর্ধশতরান করেন। নিশান্ত সিন্ধু করেন শতরান। তা সত্ত্বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেও বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির এলিট-এ🍃 গ্রুপের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয় হরিয়ানাকে। অবশ্য দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা।
নাগপুরে টস জিতে শ🔜ুরুতে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা প্রথম ইনিংসে ৪২৩ রান তোলে। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন আদিত্য সারওয়াটে। তিনি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ বলে ৯৯ রান করেন। ধ্রুব শোরে ৭৮, যশ রাঠোর ৭১ ও অক্ষয় ওয়াদকর ৬২ রান করেন। উমেশ যাদব ২৫ রানের যোগদান রাখেন। হরিয়ানার সুমিত কুমার ৪টি ও আমন কুমার ৩টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে হরিয়ানা তাদের প্রথম ইনিংসে ৩৩৩ রান তোলে। ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৪ বলে ১৩১ রান করেন নিশান্ত সিন্ধু। ৮টি চার ও ১ট𒉰ি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৫৯ রান করেন রাহুল তেওয়াটিয়া। ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৪৮ রান করেন যুবরাজ সিং✅। বিদর্ভের আদিত্য সারওয়াটে ও যশ ঠাকুর ৩টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন উমেশ যাদব।
প্রথম ইনিংসের নিরিখে ৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে ৭৪ বলে ৪৯ রান করেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ধ্রুব শোরে ৪৩, আদিত্য সারওয়াটে ৪২ ও অক্ষয় ওয়াদকর ৩৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন হরিয়ানার নিশান্ত সিন্ধু। ২টি উইকেট ﷺনেন জয়ন্ত যাদব।
জয়ের জন্য শেষ ইনিংসে হরিয়ানার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৬ রানের। তবে তারা শেষ ইনিংসে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ১১৫ রানে ম্যাচ জ🅺েতে বিদর্ভ। অংশুল কাম্বোজ ২৫ বলে ৪৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২০ রান করেন রাহুল তেওয়াটিয়া। যুবরাজ সিং ১০ ও নিশান্ত সিন্ধু ২ র𒐪ান করে আউট হন। বিদর্ভের অক্ষয় ওয়াখারে শেষ ইনিংসে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন উমেশ যাদব ও আদিত্য সারওয়াটে।