আইপিএল ২০২৫-এর ৫৬তম ম্যাচটি ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সতীর্থ মহম্মদ সিরাজকে একটি হীরের আংটি উপহার দিচ্ছেন। রোহিতের এই উপহারটি সিরাজকে দেওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আর রোহিতের দেওয়া এই উপহারের কথা মহম্মদ সিরাজ সারা জীবন মনে রাখবেন।
আরও পড়ুন: গতি রয়েছে, এমন প্লেয়ার চাই… চোট নয়, রোহিতকে ফিল্ডিং না করানোর পিছনে আসল কারণ সামনে আনলেন MI কোচ
সিরাজকে একটি হীরের আংটি দেন রোহিত
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে। আসলে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে আংটি প্লেয়ারদের দেওয়া হয়েছিল, মহম্মদ সিরাজকে সেই আংটিই দিয়েছেন রোহিত। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড এই বছরের শুরুতে নমন পুরষ্কারের আয়োজন করেছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলা প্লেয়ারদের বিসিসিআই একটি করে হীরের আংটি উপহার দিয়েছিলেন। কিন্তু মহম্মদ সিরাজ তখন এই ইভেন্টে অংশ নিতে পারেননি, যে কারণে তাঁকে এখন এই আংটিটি দেন রোহিত শর্মা।
আরও পড়ুন: IPL 2025 ফাইনালের দিনই টিম ইন্ডিয়ার প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, বড় সিদ্ধান্ত BCCI-এর
‘এটা মহম্মদ সিরাজের জন্য’, বিসিসিআই কর্তৃক পোস্ট করা ভিডিয়োতে এ কথা বলেছেন রোহিত শর্মা। সেখানে সিরাজের উদ্দেশ্যে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ‘অনুষ্ঠানে আমরা তোমাকে মিস করেছি। আমাদের টি-টোয়েন্টি অভিযানে তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলে।’
প্রসঙ্গত, এটি একটি ৬০ গ্রাম এবং ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি হীরের আংটি। এতে খেলোয়াড়ের নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে। এই আংটিতে অশোক চক্রও খোদাই করা আছে। বৃত্তের চারপাশে লেখা আছে, ‘ভারত টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৪।’ এছাড়াও, টিম ইন্ডিয়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দলকে কত রানে বা উইকেটে পরাজিত করেছিল, তাও এই আংটিতে লেখা আছে।
মহম্মদ সিরাজ ৩টি ম্যাচ খেলেছিলেন
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। এই টুর্নামেন্টে মহম্মদ সিরাজ মোট ৩টি ম্যাচ খেলেছিলেন। আর এই তিন ম্যাচে তিনি ৫.১৮ ইকোনমি রেটে রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছিলেন। তিনি গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলেছিলেন। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া কোনও ম্যাচ না হেরে শিরোপা জেতে। ফাইনালে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করে। এই ট্রফির হাত ধরে টিম ইন্ডিয়া আইসিসি ট্রফির জন্য ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল। এছাড়াও, ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।