মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে ব্যাখ্যা করেছেন, কেন মুম্বই ইন্ডিয়ান্স দল আইপিএল ২০২৫-এ রোহিত শর্মাকে একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে খেলাচ্ছে। জয়াবর্ধনে দাবি করেছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রোহিত চোট সমস্যায় ভুগছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রোহিত। তবে চোট সমস্যা তাঁকে বেকায়দায় ফেলছে। এমন কী হাঁটুতে বল লাগার পর রোহিত এই মরশুমে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচেও খেলেননি। ২০২৫ সালের আইপিএলের বেশির ভাগ ম্যাচেই রোহিত একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আবির্ভূত হয়েছেন।
রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো ছাড়া উপায় ছিল না
মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচ মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে জয়াবর্ধনে বলেছেন, ‘না, শুরুতে এটা ছিল না। স্পষ্টতই, রোহিত কয়েকটি ম্যাচে মাঠে ছিলেন। কিন্তু যদি আপনি দলের কাঠামোর দিকে তাকান, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ খেলোয়াড়ই দ্বৈত ভূমিকা পালন করছেন। তাদের বেশিরভাগই বোলিং করছেন। এছাড়াও, কিছু পজিশনে বাউন্ডারি রানারদের প্রয়োজন।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘দলের গতিশীল খেলোয়াড়দের প্রয়োজন। তাই এটাও একটা কারণ। এবং রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট পেয়েছিল। তাই আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে, ওর উপর খুব বেশি চাপ তৈরি করব না। এবং আমরা তাতে সফল হয়েছি, যদিও ব্যাটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: IPL 2025 ফাইনালের দিনই টিম ইন্ডিয়ার প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, বড় সিদ্ধান্ত BCCI-এর
রোহিতের উপর চাপ সৃষ্টি করতে চান না জয়াবর্ধনে
জয়াবর্ধনে এও বলেছেন, একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিত বেঞ্চে বসে থাকা সত্ত্বেও, বাইরে থেকেই খেলোয়াড়দের পথ দেখাচ্ছেন। জয়াবর্ধনে দাবি, ‘রোহিত মাঠে থাকুক বা না থাকুক রোহিত অনেক অবদান রেখে চলেছে। আমার মনে হয়, সকলেই দেখছে, ও সব সময়ে ডাগআউটে থাকে অথবা টাইমআউটের সময় ভেতরে চলে যায় এবং অনেক আলোচনা করে। তবে মাঠে আমাদের প্রয়োজনীয় সমস্ত বোলিং বিকল্প রয়েছে, তা নিশ্চিত করার জন্য এটাই আমাদের সামগ্রিক পরিকল্পনা।’
২০২৫ সালের আইপিএলে রোহিত শর্মার পারফরম্যান্স
এবারের আইপিএলে শুরুর দিকে রোহিত শর্মা একেবারেই ছন্দে ছিলেন না। কিন্তু এখন তাঁর ব্যাট থেকে প্রচুর রান আসছে। রোহিত শর্মা এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এ ১০ ম্যাচে ৩২.৫৫ গড়ে ২৯৩ রান করেছেন। যার মধ্যে ৩টি অর্ধশতরান রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফের সম্ভাবনা
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা টানা ছয়টি ম্যাচ জিতেছে এবং তাদের নেট রান রেটও (+১.২৭৪) সব দলের চেয়ে ভালো। এই কারণে, মুম্বইয়ের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা বেশ জোরালো বলে মনে হচ্ছে। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে মুম্বাইকে বাকি তিনটি ম্যাচই জিততে হবে। দু'টি ম্যাচ জিতলেও, তাদের আশা বেঁচে থাকবে, কিন্তু একের বেশি ম্যাচ হারলে চাপ বাড়বে।