ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা হয়ত আগামী বছরের শুরুতেই নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলবেনꦬ। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই হয়ত শেষবার সাদা জার্সিতে মাঠে নামবেন হিটম্যান। ভারত অধিনায়ক চাইবেন, ২০২৪এর খারাপ ফর্ম কাটিয়ে উঠে আগামী বছরের শুরুটা নতুন করেই করতে।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষ🐻ে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
ভালো মন্দ মিলিয়েই কাটল রোহিতের ২০২৪-
রোহিত শর্মার ২০২৪ সালটা ভালো খারাপ মিশিয়েই গেল। বছরের শুরুটা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের টালমাটাল পরিবেশের মধ্যে দিয়ে। যখন হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে আসায় তিনি মন থেকে খুব একটা খুশি ছিলেন না। এরপ♋র আইপিএলেরও তাঁদের দুজনের মধ্যে বোঝাবুঝির অভাব স্পষ্টতই টের পাওয়া গেছিল মুম্বই ইন্ডিয়ান্স দলে।
আ🥀রও পড়ুন-Video-ফের ল্যাবুশা🌼নের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়-
কিন্তু এক মাসের মধ্যেই বদলে যায় চিত্রটা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মারা। সেখানে রোহিত শর্মার নেতৃত꧃্বে টিম ইন্ডিয়া জিতে নেয় টি২০ বিশ্বকাপ, আইসিসির ট্রফির খরা কাটে ১১ বছরের অপেক্ষার পর।
আরও পড়ুন-আর🐻💛ও পড়ুন- নিজামের শহরে দাদাগিরি! সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা!
২০২৪র দ্বিতীয়ার্ধে খারাপ পারফরমেন্স রোহিতের-
এরপর অবশ্য ফের রোহিতকে দেখতে হয়েছে একের পর এক খারাপ দৃষ্টান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ হার🉐 থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়াতেও পিছিয়ে গেছেন বর্ডার গাভাসকর সিরিজে। তবে তাঁর আগেই দ্বিতীয়বার বাবা হন হিটম্যান। ভারত অধিনায়ক ২০২৪এর বিদায়বেলায় করলেন আবেগঘন ভিডিয়ো পোস্ট।
রোহিতের পোস্টে ওঠা নামার ছবি-
রোহিত শর্মা নিজের শেয়ার করা ভিডিয়োতে ক্যাপশন দিয়েছেন, ‘ফর অল দ্য আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড এভরিথিং ইন বিটউইন, থ্যাঙ্ক ইউ ২০২৪ ’। সোশাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া রোহিতের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ইংল্যান্ড সিরিজের কোল্যাজ। এরপর আসছে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের পর্ব। তারপরই সেই টি২০ বিশ্বকাপের পর রোহিতকে🌼 নিয়ে সমর্থক, ক্রিকেটারদের উচ্ছাস। এরপর স্ত্রী এবং মেয়ে সামাইরার সঙ্গে কাটানো কিছু মূহূর্তের পর নিজের খারাপ সময়ের ছবি রেখেছেন রোহিত। আর তারপরই ভিডিয়ো শেষ হচ্ছে তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার একটি গ্রাফিক্স কার্ডের ছবি দিয়ে।