শেষমেশ সত্যি হ๊ল আশঙ্কা। রবিবার সন্ধ্যায় গুয়াহাটিতে দফায় দফায় বৃষ্টি নামায় ꦦপরিত্যক্ত হয় রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-এর ম্যাচ। লিগের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কপাল পোড়ে সঞ্জু স্যামসনদের।
এমনটা নয় যে, কেকেআরের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ না মেলায় রাজস্থানের প্লে-অফে যাওয়া আটকাচ্ছে। বরং রয়্যালস আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল। তবে লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খে🃏লার যোগ্যতা অর্জন করতে হলে স্যামসনদের শেষ ম্যাচ জিততেই হতো।
তা না হওয়ায় পয়েন্ট ꧑তালিকার তিন নম্বরে থেকে প্লে-অফে ওঠে রাজস্থান। ফলে তারা প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়। বর্তমান পরিস্থিতিতে চার নম্ꦡবর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে এলিমিনেটর ম্যাচে মাঠে নামতে হবে রাজস্থান রয়্যালসকে।
ম্যাচ ভেস্তে যাওয়ায় রাজস্থান ও কলকাতা উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ফলে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে থেকে প্লে-অফের বৃত্তে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। তারা অব🐈শ্য লিগ চ্যাম্পিয়ন হওয়া আগেই নিশ্চিত করেছিল। অর্থাৎ, রাজস্থানের কাছে হারলেও কেকেআর এক নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারের যো🥀গ্যতা অর্জন করত।
অন্য🌜দিকে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করার পরে রাজস্থান﷽ের সংগ্রহে থাকে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট। সানরাইজার্স হায়দরাবাদও ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে রাজস্থানের থেকে হায়দরাবাদের নেট রান-রেট ভালো হওয়ায় প্যাট কামিন্সরা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে।
আরও পড়ুন:- IPL-এর ইতিহাসে একটি মাঠে সব থেকে বে🔯শি ছক্ক💎া, ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন কোহলি
মাঝে বৃষ্টি থামলে রাত সাড়ে দশটা নাগাদ টসও অনুষ্ঠিত হয়। টস জিতে ℱশুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার। স্থির হয় যে, ৭ ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে। পরিবর্তিত প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ৩ জন বোলার ২ ওভার 🐠করে এবং একজন বোলার ১ ওভার বল করতে পারবেন বলে জানানো হয়।
তবে টসের ঠিক পরেই ফের বৃষ্টি নামে গুয়াহাটিতে। ফলে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের বাইশগজ💫 ফের ঢেকে দেওয়া হয়। অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করতে হলেও রাত ১০টা ৫৬ মিনিটে খেলা শুরু করতে হতো। শেষ𝓡মেশ সেটাও সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রাজস্থানকে।