বাংলার স্পিনারের দাপটে জ্বলেপুড়ে ছাই রাজস্থানের ব্যাটিং অর্ডার। চার ওভারে ২৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ🍃। বিশেষ করে ১২তম ওভারে তিনি ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এখানেই রাজস্থান রয়্যালস চাপে পড়ে যায়।
শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে দুই দলের বোলারদের করিশ্মা দেখা গেল। টস হেরে প্রথমে ব্যাট করেছিল হায়দরাবাদ। প্রথম ইনিংসে রাজস্থানের দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং আবেশ খানের দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে আবার হায়দরাবাদের দুই স্পিনার শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মার𝕴 আগুনে মেজাজে ধরা দিলেন। দুই স্পিনার মিলেই রাজস্থানের ব্যাটিং অর্ডারের এদিন কোমর ভেঙে দেন। দু'জনে মিলে তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট।
আরও পড়ুন: 🦂পাওয়ার প্লে-তে ৩ উইকেট, ভুবিকে ছাপিয়ে IPL 2024-এ নয়া রেকর্ড বোল্টের
শাহবাজের স্পিনের জাদু
ꦰএদিন অষ্টম ওভারে প্রথম বল করতে আসেন শাহবাজ আহমেদ। তাঁকে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান যশস্বী জয়সওয়াল। কিন্তু ওভারের পঞ্চম বলেই যশস্বীকে সাজঘরের রাস্তা দেখান শাহবাজ। যশস্বীর উইকেট এদিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি মারকুটে মেজাজে ছিলেন। তিনটি ছক্কা এবং চারটি চারের হাত ধরে ২১ বলে ৪২ করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত শাহবাজের বলে আব্দুল সামাদকে ক্যাচ দেন যশস্বী। ২০২২ সালে প্রশান্ত সোলাঙ্কির পর, আইপিএলে শাহবাজ প্রথম স্পিনার, যিনি যশস্বীকে আউট করলেন। এই ওভারে শাহবাজ ১০ রান দিলেও, যশস্বীকে আউট করে অক্সিজেন দেন হায়দরাবাদকে। এর পর ইনিংসের দশম ওভারে বল করতে এসে তিন রান দেন। কিন্তু কোনও উইকেট পাননি।