দলীপ ট্রফিতে ভালো জায়গায় ইন্ডিয়া সি দল, ইন্ডিয়া বির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ড্র হয়ে গেলেও তাঁরা প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট বেশি পেলেন। ভারতীয় ক্রিকেটের সেরা ক্রিকেটাররা সবাই প্রায় খেলছিলেন এবারের দলীপ ট্রফিতে। প্রথম ম্যাচের পর শুভমন গিল, লোকেশ রাহুলরা দলীপ ছেড়ে ভারতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখানে শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়েকওয়াড়, ইশান কিষানরা খেলছিলেন। এখনও এক রাউন্ড বাকি রয়েছে, তাঁর আগেই পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রুতুরাজ গায়েকওয়াড়ের ইন্ডিয়া সি দল। নিজেও ব্যাটে 🔯ভালো দুই ইনিংসেই ভালো পারফরমেন্স করলেন ইন্ডিয়া সি দলের অধিনায়ক রুতুরাজ। অন্য ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের ইন্ডিয়া এর বিরুদ্ধে হার বাঁচাতে পারল না শ্রেয়স আইয়ারের ইন্ডিয়া ডি দল।
আরও পড়ুন-আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি 🅰চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ🙈্ধান্ত?
দলীপ ট্রফির চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিল ইন্ডিয়া ডি দলে। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া এ দলꦕের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের দলের টার্গেট ছিল ৪৮৮ রান। কিন্তু ৩০১ রানেই অলআউট হয়ে যায় ইন্ডিয়া ডি দল। বিফলে যায় রিকি ভুইয়ের অনবদ্য শতরান। মায়াঙ্ক আগরওয়ালের ইন্ডিয়া বির বিরুদ্ধে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন রিকি। শ্রেয়স আইয়ার করেন ৪১ রান, সঞ্জু স্যামসন করেন ৪০। তবে উইকেটে টিকে থেকে ম্যাচ বাঁচানোর লড়াই কেউই লড়তে পারেননি, কোথাও গিয়ে লাল বলের ক্রিকেটে যে ধৈর্য্যের প্𝕴রয়োয়নজ তার যে অভাব সঞ্জু, শ্রেয়সদের মধ্যে রয়েছে সেটাও প্রমাণ হল। মায়াঙ্ক আগরওয়াল, তিলক বর্মাদের ইন্ডিয়া এ রয়েছে ৬ পয়েন্টে, শ্রেয়স আইয়ারের দল ০ পয়েন্টে।
আরও পড়ুন-ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-⭕রামকুমারের! সুইডেন ২, ভারত 🥀০
দলীপ ট্রফির অন্য ম্যাচে রুতুরাজ গায়েকওয়াড়ের ইন্ডিয়া সি দল রয়েছে অনবদ্য ফর্মে। ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে তাঁদের ম্যাচ ড্র হল বটে, কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ৯ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরেই রয়েছে ইন্ডিয়া সি দল। শেষ দিনে ৩৩২ রানে অলআউট হয়ে যায় অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া বি দল। তিনি অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেন, কিন্তু অপর এন্ডে ব্যাটাররা কেউই ইশ্বরণের মতো চোয়াল চাপা লড়াই দিতে পারেননি। এরপর ইন্ডিয়া সি দল ফের ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৮ রান তোলে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন রুতুরাজ গায়েকওয়াড়। ৬২ রান করেন ইন্ডিয়া সি দলের অধিনায়ক। ইন🔯্ডিয়া বি দলের পয়েন্ট ৭।
আরও পড়ুন-জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলে🃏র জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন ক্লাবের সমর্থকরা…
মহেন্দ্র সিং ধোনির থেকে অধিনায়কত্বের পাঠটা যে ভালোই রপ্ত করেছেন রুতু, সেটা দলীপের দ্বিতীয় রাউন্ড শেষে দলকে পয়েন্ট তালিকার মগডালে তুলে প্রমাণ করে দিয়েছেন তিনি। এর 𒅌আগের ম্যাচে ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।