পর্তুগালের জার্সিতে উয়েফা নেশনস লিগ খেলতে গেছিলেন সিআরসেভেন। সেখানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন। করে নিয়েছেন নিজের কেরিয়ারের ৯০০তম সরকারি গোল। আন্ত🎃র্জাতিক কেরিয়ারের পাশাপাশি ক্লাব ফুটবল মিলিয়ে তাঁর এই গোলের সংখ্যা। স্রেফ ৯০০ গোল করেই অবশ্য থেমে থাকেননি পর্তুগিত সুপারস্টার। এরপর তিনি করে ফেলেছেন নিজের ৯০১মত গ🌳োল। জাতীয় দলের জার্সিত উয়েফা নেশনস লিগের খেলার প্রথম পর্ব কাটিয়ে ফের সৌদি আরবে নিজের ক্লাব আল নাসেরে ফিরেছেন সিআরসেভেন। আর সেখানে ফিরেই তাঁকে অসাধারণ কৃতিত্বের জন্য সংবর্ধিক করল তাঁর ক্লাব। মাঠের মধ্যেও দেওয়া হল জার্সি। কেন রোনাল্ডো বলেন, তিনি সৌদি থেকেই অবসর নেবেন সেটা বোঝা গেল ক্লাবের কর্মকাণ্ডে।
আর⭕ও পড়ুন-লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্💝রথম দিনেই পুরোদমে বোলিং বুমরাহর…
সৌদি প্রিমিয়র লিগে ম্যাচ ছিল রোন🏅াল্ডোর ক্লাব আল নাসেরের সঙ্গে আল আহলি দলের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পাননি ম্যাচে। তবে তার ৯০০ গোলের ক্লাবে নাম লেখানোর জন্য আল নাসের ক্লাবের তরফ থেকে তাঁকে সম্মানিত করা হয়। আল নাসেরের জার্সিতে ৯০০ নম্বর লিখে দেওয়া পাশাপাশি ওপরে নামের জায়গায় লেখা হয় গোট, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। আর নিচে লেখা হয় গোলস।
আরও পড়ুন-মাহি কা জলওয়া! দর্শকদের আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিಞয়ম…সুবিধা পাব🧔ে CSK-KKR…রিপোর্ট
৩৯ বছর বয়সী এই তারকার জন্য আল নাসেরের সমর্থকরাও বিশাল টিফোর ব্যবস্থা করেছিল। সেখানে লেখা হয়েছিল, ‘ওনলি হিরোজ অ্যাচিভ গ্লোরি ’(অর্থাৎ নায়করাই🀅 এমন কৃতিত্ব অর্জন করতে পারে। শুধু মাঠের ভিতরেই অবশ্য নয়, রোনাল্ডো মাঠের বাইরেও নজির গড়ে ফেলেছেন। শুক্রবারই ইউটিউবে ১ বিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলে বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিল গোল ♓মেশিন। তিনি বিশ্বকাপ না জিতলেও তাঁর মতো ফ্যান বেস থেকে এই মূহূর্তে আর কারোর নেই, সেটাই চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিয়েছেন রন।
আরও পড়ুন-খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার꧙! স্মিথ💖-বিরাটের বন্দনায় অজি তারকা…
দেশের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে নিজের ৯০০তম গোলের রেকর্ড পূর্ণ করার পর স্কটল্যান্ডের বিরুদ্ধে ৯০১তম কেরিয়ার গোলটি করেন রোনাল্ডো। এর মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি করেছেন ৪৫০ গোল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল, পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৩১ গোল। এছাড়াও জুভেন্তাসের জার্সিতে ১০১ গোল, আল নাসেরের হয়ে ৬৮ গোলের পাশাপাশি ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটিജ গোল রয়েছে তা⭕ঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।