আগামী আইপিএলের রিটেনশন পলিসি ঠিক কি রাখা হবে, তা জানা যাবে চলতি মাসের শেষেই। সেপ্টেম্বরের শেষেই রয়েছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেখানেই জানা যেতে পারে আইপিএলের প্লেয়ার্স রিটেনশন নিয়ে ঠিক কি কি নিয়ম রাখা হচ্ছে নিলামের আগে। কথা ছিল, ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে সব দলকেই ক্রিকেটার ছাড়তে হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অধিকাংশ দলই দাবি জানায়, ক🅠্রিকেটার ধরে রাখার পক্ষে। সেক্ষেত্রে দলগুলোর ফ্যান বেসের যুক্তি দেওয়া হয়। যদিও কয়েকটি দল চেয়েছিল সব ক্রিকেটারদের নিলামে তোলা হোক, যদিও সেই সম্ভাবনা কমই।
আরও পড়ুন-'গত ২বার আমাদের দেশে এসে ভারত🦂 হারি𓄧য়েছে,এবার আমরা…' অজি তারকার বুকে জ্বলছে বদলার আগুন…
এই আবহেই জানা যায়, চলতি বছরের নিলামের আগেই অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য পুরনো নিয়মই ফিরিয়ে আনতে চলেছে আইপিএল কমিটি। ফলে প🅷াঁচ বছরের বেশি সময় আগে অবসর নেওয়া ক্রিকেটারদের অনেক কম মূল্যেই রিটেন করতে পারবে দলগুলি। যদিও হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি সরাস💦রি এই নিয়মের বিরোধিতা করে বলেছিল, এর জেরে সংশ্লিষ্ট ক্রিকেটারের সম্মানহানি হবে। যদিও শোনা যাচ্ছে, সেই নিয়ম ফিরিয়ে আনতে চলেছে বিসিসিআই।
আরও পড়ুন-যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দি𒁃নের টেস্টে খেলা হল না এক বলও, ৯১ বছরে প্রথমবার
জানা যাচ্ছে, দুই দলই মূলত বিসিসিআইয়ের আন ক্যাপড প্লেয়ার নিয়মের জন্য সুবিধা পেဣতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং সুনীল নারিনের কলকাতা নাইট রাইডার্স। দুই ক্রিকেটারেরই জাতীয় দল থেকে অবসরের পর পাঁচ বছর হয়ে গেছে। অতীতে আইপিএলে এই নিয়ম জারি ছিল। আসলে বিসিসিআইও জানে মহেন্দ্র সিং ধোনির থাকা মানে আইপিএলের আলাদা একটা বিশেষত্ব এবং জৌলুশ থাকা। সেই কারণে বিসিসিআইও প্রতিযোগিতার জনপ্রিয়তার স্বার্থে মাহিকে রাখতে চাইছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন-‘টেস্টে আ🦂মার রেকর্ড কেউ ভাঙতে পারবে না’! ৮০০ উইকেট নেওয়া মুরলির ভ🔴বিষ্যদ্বাণী…
আগেই চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে চান তাহলে আগামী বছরেও তিনি সিএসকেতেই খেলবেন, তাঁকে রিটেন করা হবে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের কোনও নিয়ম বাধ সাধবে না। এরই মধ্যে ধোনি অবশ্য জানিয়েছিলেন তিনি তাকিয়ে রয়েছেন বোর্ডের নিলামের নিয়মের দিকে। গতবছর হাঁটুর অস্ত্রোপচারের পর চলতি বছরের আইপিএলে স্বমহিমায় দেখা যায়নি এমএসডিকে। মন থেকে চাইলেও শারীরিকভাবে ফুল ফিট না থাকায় তিনি দলকে প্লে অফেও তুলতে পারেননি। তাই মাহির ভক্তরা সকলেই চান𒐪, তাঁদের প্রিয় নায়ক যেন আগামী আইপিএলে স্বমহিমায় খেলেন।