India and South Africa: মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহের জুটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে কেপটাউন। তবে শুধু কেপটাউন নয়, গোটা ক্রিকেট বিশ্বের ব্যাটারদের সামনে আতঙ্ক তৈরি করে দিয়েছে ভারতের পেস বোলিংয়ের এই জুটি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট শিকা🅠র করেছিলেন মহম্মদ সিরাজ। এরপরে দ্বিতীয় ইনিংসে এই কাজটি করেছিলেন অভিজ্ঞ জসপ্রীত বুমরাহ। এই ম্যাচ চলাকালীন জসপ্রীত বুমরাহ নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সিরাজকে গাইড করেছিলেন। মাঠে ম্যাচের সময়ে ও ম্যাচের পরে বুমরাহ তাঁর তরুণ সতীর্থ সিরাজের হাত ছাড়েননি। মহম্মদ সিরাজ যখন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে যান তখন বুমরাহ তাঁর অনুবাদক হিসেবে সেখানে পৌঁছেছিলেন। এই সময়ে বুমরাহ এমন কিছু করেছিলেন যা কোটি কোটি ভারতীয়দের মন জয় ♔করেছিল।
মহম্মদ সিরাজ ইংরেজিতে তাঁর সাক্ষাৎকার শুরু করেছিলেন, ইংরেজিতে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরে, বুমরাহ ম🙈জা করে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি এখানে এসেছেন? এর পরে, সিরাজ হিন্দিতে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন এবং এই সময় তিনি বুমরাহের অনেক প্রশংসা করেছিলেন, কিন্তু বুমরাহ যখন সিরাজের কথাগুলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, তখন তিনি বিবৃতি থেকে নিজের নামটাকে মুছে দিয়েছিলেন। এবং সকল কৃতিত্ব দল ও সিরাজকেই দিতে চেয়েছিলেন।
মহম্মদ সিরাজ বলেছিলেন, ‘জাসি ভা🅰ই সবসময় তার মতো শুরু করেন, তিনি একটি বার্তা পান, কোন উইকেটে কোন লাইন এবং লেন্থ ভালো। তাঁকে আমার থেকে ব𝔍েশি ভাবার দরকার নেই, আমি যদি একই বিষয়ে কাজ করি তাহলে সাফল্য পাব। সে অন্য প্রান্তে থাকলে খুব ভালো হয়।’ বুমরাহ এটিকে অনুবাদ করে বলেছেন, ‘তাই হ্যাঁ, আমরা যখন একসঙ্গে খেলি, অভিজ্ঞতার কারণে সে প্রথম বার্তা পায়। আমরা দ্রুত উইকেট বিশ্লেষণ করার চেষ্টা করি যাতে আমরা উইকেটটি কেমন এবং এটিতে আমাদের কী করা উচিত সে সম্পর্কে কথা বলতে পারি। সেটাই তাঁকে মাঝে মাঝে সাহায্য করে।’
আমরা যদি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের কথা বলি, তাহলে এই টেস্টটি🍬 টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওভারের দিক থেকে সবচেয়ে ছোট টেস্ট হয়ে থাকল। মাত্র ১০৭ ওভারেই শেষ হয় এই টেস্ট ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে যায়। ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে সস্তায় হারানোর কাজটি করলেন মহম্🧸মদ সিরাজ। এর পরে, টিম ইন্ডিয়া বোর্ডে ১৫৩ রান করে এবং ৯৮ রানের লিড নেয়।
এক সময় ভারতের স্কোর ছিল চার উইকেট হারিয়ে ১৫৩ রান করেছিল ভারত, কিন্তু এরপর টিম ইন্ডিয়া ১৫৩ রানের মধ্যেই ছয় উইকেট হারায়। এটি এমন একটি ঘটনা যা ইতিহাসে প্রথমবার হয়েছিল। কোনও রান না করেই একের পর এক ৬ উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্🍸রিকা দ্বিতীয় ইনিংসে ভারতের ৯৮ রানের লিড ভাঙতে সক্ষম হলেও ১৭৬ রানে গুটিয়ে যায়। স্বাগতিকরা ভারতকে জয়ের জন্য ৭৯ রানের টার্গেট দিয়েছ෴িল, যা ভারত সাত উইকেট হাতে রেখেই অর্জন করে।