মণিপুরে এখনও হিংসার পরিবেশ বজায় রয়েছে। একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তাই সেখানের বাতাবরণ উত্তপ্ত। এই আবহে মণিপুর কংগ্রেসের নেতার🗹া সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পি চিদম্বরমের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতেও দাবি জানিয়েছেন। কারণ মণিপুরে এখন 🔴কঠিন পরিস্থিতি চলছে। সেখানে মণিপুর সঙ্কট নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পি চিদম্বরম। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই মণিপুর কংগ্রেসের সিনিয়র নেতারা চিঠি লিখে শাস্তির দাবি তুলেছেন পি চিদম্বরমের বিরুদ্ধে। অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
পরিস্থিতি বেগতিক দেখে ওই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তারপরও বিতর্ক থামেনি। এই এক্স হ্যান্ডেল পোস্টের পরই ইম্ফলের বাবুপাড়ায় অনুষ্ঠিত একটি জরুরি বৈঠকে কংগ্রেসের সদস্যরা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা এবং প্রাক্তন সভাপতিরা সর্বসম্মতিক্রমে চিদম্বরমের পোস্টের নিন্দা করেছেন। একইসঙ্গে রাজ্যের সংবেদনশীল পরিস্থিতির নিরিখে এমন পোস্ট ‘অত্যন্ত অনুপযুক্ত’ বলে মনে করেন তাঁরা। 🎀আর তাই কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে গোটা ঘটনা নিয়ে জ🌌ানিয়ে চিদম্বরমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: দেবেন্দ্র ফড়নবিশ–মোহত ভাগবত হঠাৎ সাক্ষাৎ, মুখ্যমন্ত্রী কে হবেন? গুঞ্জন মারাঠাভূমে
মণিপুরের নেতারা এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাণগের কাছে একটি চিঠি জমা দিয়েছেন। যা এখন প্রকাশ্যে এসেছে। বিষয়টি জানতে পেরেছেন পি চিদম্বরমও। তবে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে বিতর্কিত পোস্টটি মুছে ফেলার দাবি জানিয়েছেন। যদিও বিতর্ক দেখা দিতেই তা মুছে ফেলেছেন পি চিদম্বরম। তাই অনেকে জানেন না ঠিক কী লিখেছিলেন তিনি। তবে চিদম্বরমের সোশ্যাল মিডিয়া পোস্টের ভ⭕াষা এবং অনুভূতিগুলি মণিপুরে জনস🃏াধারণের শোকের আবহাওয়া এবং বর্ধিত উত্তেজনাকে বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
কংগ্রেস সভাপতিকে লেখা চিঠিতে এইসব কথা জানানো হয়েছে। আরও লেখা হয়েছে, ‘কংগ্রেস পার্টি সর্বদা মণিপুর রাজ্যের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে দাঁড়িয়েছে। তাই চিদম্বরমের পোস্টের তীব্র বিরোধিতা করা হচ্ছে। চলমান সঙ্কটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরা উচিত।’ সকাল ৯টায় শুরু হওয়া ওই বৈঠকে প্রাক্তন দলীয় মন্ত্রী এবং পিসিসি সদস্য–সহ বিভিন্ন সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যা রাজ্যের কংগ্রেস নেতৃত্বের মধ্যে বিষয়টির꧟ জরুরি প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এখন দেখার কংগ্রেস সভাপতি কোনও পদক্ষেপ করেন কিনা পি চিদম্বরমের বিরুদ্ধে।