মহারাষ্ট্রে ভোটের ময়দানে বারবারﷺ খবরের শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ওড়নায় মাথা ঢেকে মৌলানা সাজ্জাদ নোমানির সঙ্গে তাঁর ছবি ভাইরাল হতেই তীব্র ট্রোলের মুখে পড়েন স্বরা। কারণ, এই মৌলানা সাজ্জাদ নোমানি হলেন সেই ব্যক্তি যিনি কিনা মেয়েদের শিক্ষার বিরুদ্ধে। তাঁর সঙ্গে স্বরার ছবি দেখে তাই নেটিজেনরা স্বরাকে দ্বিচারী, হিপোক্রেট (ভণ্ড) বলে কটাক্ষ করতে ছাড়ছেন না। আবার কেউ কেউ 'নারীবাদী' বলে পরিচিত স্বরার বিয়ের পর পাল্টে যাওয়া পোশাক নিয়ে ট্রোল করতেও ছাড়ছেন না। এমনকি বিয়ের আগের এবং পরের পোশাক পাশাপাশি কোলাজ করেও ট্রোল করেছেন অনেকেই।
আর এবার তাঁকে ঘিরে হওয়া তীব্র ট্রোলিং নিয়েই মুখ খুলল💙꧂েন স্বরা ভাস্কর। ঠিক কী লিখেছেন অভিনেত্রী?
স্বরা ভাস্কর লেখেন, ‘আমি বুঝতে পারি না, বিয়ের পরে আমার পোশাক আশাক এখন জাতীয় বি𝓰তর্কের বিষয়বস্তু।' নিজের পোস্টে স্বরা বিয়ে𝔍র আগে-পরে এবং মা হওয়ার পর তাঁর আরও কিছু পোশাকের ছবি দিয়ে লেখেন, ‘নিন এখানে আমার বিয়ের পরের আরও কিছু ছবি রয়েছে। আমি নিজেই সাঙ্ঘী পোকাদের খাবারের যোগান দিচ্ছি। আমি দুঃখিত ফাহাদ জিরার আহমেদ, একজন রক্ষণশীল মুসলিম স্বামীর মতো বাঁধাধরা বিষয়গুলি তোমার সঙ্গে ঠিক খাপ খায় না। সজোরে হাসলাম (LoL লাফ উইথ লাউড)! ’
তবে অবশ্য এই প্রথম নয়, এর আগেও বহুবার সোশ্যাাল মিডিয়ায় ট্রোলিং-এর মুখোমুখি হয়েছেন স্বরা। তিনি বরাবরই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে, নারীবাদী হিসাবে পরিচিত। বারবার তাঁর অভিনয়, কেরিয়ার, রাজনৈতিক মতামত আলোচনায় উঠে এসেছে। যদিও সাম্প൩্রতিক ট্রোলিং স্বরা তাঁর অনুরাগী এবং ইন্ডাস্ট্রির বেশকিছু সহকর্মীদের পাশে পেয়েছেন। অনেকেই তাঁর পোস্টের নিচে লিখেছেন, ‘আপনি শক্ত থাকুন’।
এদিকে মহারাষ্ট্রে নির্বাচনের মাঝে বরাবরই স্ব🎃ামী ফাহাদের হয়ে ভোট প্রচারে অংশജ নিতে দেখা যাচ্ছে স্বরা ভাস্করকে। প্রসঙ্গত, মুম্বইয়ে অনুশক্তি নগর থেকে 'মহা বিকাশ আঘাডি' জোটের হয়ে ভোটে লড়ছেন ফাহা। অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই বিজেপি বিরোধী। বহুবার তাঁকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা গিয়েছে। স্বামী ফাহাদ আহমেদের হয়ে প্রচারে বেরিয়ে আবারও মোদীর সরকার এবং বিজেপি বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
তবে সম্প্রতি পোশাক বিতর্কের মাঝে স্বরা মন্তব্য করে বসেন, 'এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু♌ আমি এটা পরিষ্কার করে দিতে চায় যে কোন ধর্ম বা জাতের আপনি সেটা কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না নবী মহম্মদকে সম্মান জানানোর জন্য।' আর অভিনেত্রীর এমন মন্তব্য বিতর্কে আগুন আরও বেশি করে উস্কে দিয়েছে।