অবশেষে প্রক্রিয়াকরণের বাধা পার করে বাংল𒀰াদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের এই ব্লকবাস্টার ছবি 'বহুরূপী'। পরিবর্তে আন্তর্জাতিক ‘সাফটা’ (South Asian Free Tra♍de Area) চুক্তি অনুযায়ী এদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি 'দামাল'।
এবিষয়ে পরিচালক-প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় Hindustan Times Bangla-কে জানান, ‘সাফটা চুক্তি অনুযায়ী ভারতের যে দুটি ছবি বাংলাদেশে দেখানোর কথা, তার মধ্যে একটা পুষ্পা-২ আরেকটি বহুরূপী। এটা বাংলার জন্য গর্বের। আর বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে ওপার বাংলার যে ছবিটি এদেশে দেখানো হবে, সেটা হল দামাল। এটা রায়হান রাফীর ছবি, যিনি কিনা ‘তুফান’-এর মতো ছবির পরিচালক। ওই ছবিটি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সাগরভাই ও চ্যানেল আই-এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক,ꦫ আমাদের ছবির সাফল্যের প্রথম স্মারক সাগর ভাই-ই আমাদের কাছে পাঠি🅰য়েছিলেন। আমরা খুবই উদগ্রীব হয়ে আছি যে বহুরূপী কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপারের বহু মানুষও এই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।’
আরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, 🥀কিন্তু কেন?
শিবপ্রসাদ আরও বলেন, ‘বহুরূপী-র যে প্রথা, আর্ট ফর্ম, সেই সংস্কৃতি ওপার বাংলার মানুষেরও জানা উচিত। এই একই প্রথা পরিমণ্ডলের মধ্যে দিয়ে দুই বাংলা বড় হয়েছে, সেটা বাংলার মানুষের জানা উচিত। তবে এর মাঝেও একটা দুঃখের জায়গা আছে যে লালফিতের গেরোয় আমরা একটু আটকে, অপেক্ষা করছি কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাব? কবে মুক্তির দিন মুক্তির দিন নির্দিষ্ট হবে। বাকি সবকিছুই হয়ে গিয়েছে, শুধু ফাইনাল অনুমতির অপেক্ষায়। আশা করছি, এই গেরো কেটে যাবে। বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রকে যে মানুষটি রয়েছেন ꦐফারুকী (মোস্তফা সরয়ার ফারুকী) সাহেব। আমি ওঁর সিনেমার খুব ভক্ত। উনি অন্তর্জাতিক সিনেমার সঙ্গেও যুক্ত। আমার ধারণা উনি পরিচালক-প্রযোজকের মনের কথা, সিনেমাপ্রেম🥃ীর মানুষের কথা বুঝবেন। দুই দেশের মধ্যে সিনেমার আদান-প্রদান যাতে দীর্ঘ হয়, সেটাই চাইব।’
জানা যাচ্ছে, বহুরূপীর সঙ্গে ‘পুষ্পা-2’ও মু🗹ক্তি পেতে চলেছে। তবে ছবি মুক্তির দিন এখনও জানা যায়নি।