শুভব্রত মুখার্জি:- দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি ভারতীয় দল। এবারেও তাদের সেই আশা পূর্ণ হবে না। কারণ মাত্র দুই টেস্টের সিরিজ খেলছে দুই দল। যার প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে এক ইনিংস এবং ৩২ রানের বড় ব্যবধানে হেরেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। দুই ইনিংস মিলিয়ে ভারতের ২০টি উইকেটের সবকটিই 🔯নিয়েছেন তারা। একমাত্র একটি উইকেট রান আউটে খুইয়েছে ভারত। আর এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা এক বিরল নজির স্পর্শ করেছেন। ১০০ বছর আগেকার নজিরকে টাচ করেছেন তাঁরা।
প্রসঙ্গত আজ থেকে ১০০ বছর আগে ১৯২৩ সালের জানুয়ারি মাসে এক টেস্টে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনারಞ ১০০ বছর বাদে একেবারে বছরের শেষ দিকে এসে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে সেই নজির স্পর্শ করলেন মার্কো জানসেন-নান্দ্রে বার্গাররা। ১৯২৩ সালে কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ২০ টির মধ্যে ১১ টি উইকেট নেওয়ার বিরল নজির গড়েছিলেন বাঁহাতি পেসাররা। আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই বিরল নজিরকেই স্পর্শ করলেন প্রোটিয়াদের বাঁহাতি সিমাররা। ম্যাচে অভিষেক হওয়া নান্দ্রে বার্গার, মার্কো জানসেনরা ভারতীয় ব্যাটিং লাইন আপকে দুই ইনিংসেই শেষ করলেন।
ভারতের প্রথম ইনিংসে মার্কো জানসেন ৫২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। আর ৫০ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন বার্গার। অর্থাৎ প্রথম ইনিংসে প্রোটিয়াদের বাঁহাতি পেসাররা চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ই𝓀নিংসে নান্দ্রে বার্গার ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। অন্যদিকে মার্কো জানসেন ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে দুই বাঁহাতি পেসার নিয়েছেন সাতটি উইকেট। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ভারতের ২০টি উইকেটের মধ্যে ১১ টি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসাররা। যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ঘটল। প্রথমবার ১৯২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এই বিরল ঘটনা ঘটে। প্রথমবার এই ঘটনা ঘটিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা।