তিলক বর্মার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির সাহায্যে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ছয় উইকেটে ২১৯ রান করেছিল। সেঞ্চুরিয়নে খেলা ম্যাচে মাত্র ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিলক বর্মা। এর ফলে যশস্বী জয়সওয়ালের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়া🤪ড় হয়েছেন তিলক বর্মা, যিনি T20I সেঞ্চুরি করেছেন। ২২ বছর বয়সি এই তরুণ খেলোয়াড় নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ১৯তম ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন।
এদিনের ম্যাচে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা। তিনি তাঁর এদিনের ইনিংসে সাতটি ছক্কা ও আটটি চার মারেন। তাঁর এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ স্কোর গড়েছে ভারত। ৫০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। এই সময়ে তিলককে ভালোভাবে সমর্থন করেছিলেন অভিষেক। ⭕এর আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। খারাপ ফর্ম থেকে ফিরে অভিষেক ২৫ বলে পাঁচটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৫০ রান করেন।
এরপরে তিলক পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলেন এবং মাঠের চারপাশে স্ট্রোক মারেন। দ্বিতীয় উইকেটে অভিষেকের সঙ্গে যোগ করেন ১০৭ রান। এর আগে খাতা না খুলেই আউট হন সঞ্জু স্যামসন। মধ্য ওভারে কেশব মহারাজ রান রেট নিয়ন্ত্রণ করেন কিন্তু শেষ ছয় ওভারে ২২ বলে ৫২ রান করে তিলক ভারতকে বড় স্কোরে নিয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব (১), হার্দিক পান্ডিয়া (১৮) এবং রিঙ্কু সিং (৮) বড় স্কোর করতে পারেননি।
ভারতের হয়ে T20I-তে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সি খেলোয়াড় (পুরুষ)-এর তালিকা
যশস্বী জয়সওয়াল - ২১ 🐻বছর, ২৭৯ দিন, নেপাল (এশিয়ান গেমস, ২০২৩)
তিলক বর্মা - ২২ বছর ৫ দিন, দক্ꦚষিণ আফ্রিকা (সেঞ্চুরিয়ান, ২০২৪)
ℱ শুভমন গিল - ২৩ বছর, ১৪৬ দিন, নিউজিল্যান্ড (আমদাবাদ, ২০২৩)
সুরেশ রায়না - ২৩ বছর, ১৫৬ দি🅷ন, দক্ষিণ আফ💟্রিকা (ওয়েস্ট ইন্ডিজ ২০১০)
যদিও এই তালিকায় তিলক দুই নম্বরে রয়েছেন, তবে যদি ক্রিকেট খেলা প্রথম দশের বিরুদ্ধে করা শতরানের কথা বলা হয়, তাহলে এই তালিকায় শীর্ষে থাকবেন তিলক বর্মা। কারণ যশস্বী জয়সওয়াল এশিয়ান গেমস ২০২৩-এ যে শতরানটি করেছিলেন সেটি কিন্তু তিনি নেপালের বিরুদ্ধে করেছিলেন। আর তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের♕ই বিরুদ্ধে এমনটা করলেন। ফলে তিলকের এই শতরানকে অনেকে🔴ই এগিয়ে রাখবেন।
অনন্য নজির গড়লেন তিলক বর্মা-
তিলক বর্মা শীর্ষ ১০ টি দলের বিরুদ্ধে T20I শতরান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ২২ বছর পাঁচ দিন বয়সে, তিনি পাক🐷িস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড অতিক্রম করেছেন। পাকিস্তানের আহমেদ শেহজাদ ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ২২ বছর ১২৭ দিন বয়সে শতরান করেছিলেন।