পচেফস্ট্রুমে ২০২৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৫তম♍ সংস্করণের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 👍৩১ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের কাছে হারলেও, জুয়েল অ্যান্ড্রুর আক্রমণাত্মক ১৩০ রানের ইনিংস সকলের নজর কাড়েন।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্টেফান প্যাসকেল, দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান। প্রোটিয়া ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস শুরুতেই বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পেসার দেশান ▨জেমস দক্ষিণ আফ্রিকার যখন ২৬ রান, তখনই তাদের বড় ধাক্কাটা দেন। স্টিভ স্টোলককে ৫ রানে ফেরান।
তবে প্রিটোরিয়াস তাঁর আক্রমণাত্মক খেলা চালিয়ে যান। এমন কী নাথান সিলির বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ছক্কাটি হাঁকান তিনি। তবে প্রিটোরিয়াসের ব্যক্তিগত ৪০ রানের (৩৪ বলে) মাথায় ফেরান সিলি। ডেভিড টিগার এবং রিচার্ড স💙েলেটসওয়ান এর পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন।
তবে তারিক এডওয়ার্ড সরাসরি রানআউট করেন সেলেটসওয়ানকে। অলিভার হোয়াইটহেড পাঁচ নম্বরে ব্যাট করতে এসে, একটি ক্লোজ কল থেকে বেঁচে যান এবং টিগারের সঙ্গে জুটি মজবুত করার চেষ্টা করতে শুরু করেন। চতুর্থ উইকেটে তাঁরা ৪৮ রান যোগ করেন। তবে ২৬ রান করে আউট হয়ে যান হোয়াইটহেড। সিলি ৩৫তম ওভারে সেট হয়ে যাওয়া ডেভিড টিগার (৪০) এবং রোমাশান পি🐲লেকে (০) আউট করে ওয়েস্ট ইন্ডিজকে অক্সিজেন দেন।
তবে দেওয়ান মারাইস প্রোটিয়াদের দায়িত্ব কাঁধে তুলে নেন। ত❀িতি আক্রমণাত্মক স্ট্রোক খেলতে শুরু করেন। অধিনায়ক জুয়ান জেমস তাঁকে যোগ্য সঙ্গত করেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন এই জুটি। মারাইস ৩৩ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৫ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। ৫৪ বলে ৪৭ করে রানআউ🔯ট হন জুয়ান জেমস।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ তরুণ ব্যাট করতে নাম🎐লে প্রোটিয়াদের বিরুদ্ধে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। ৫২ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসে থাকে। ছয়ে ব্যাট করতে নেমে দলের হাল ধরেছিলেন একমাত্র জুয়েল অ্যান্ড্রু। ৯৬ বলে ১৩০ রান করে আউট হয়ে যান জুয়েল অ্যান্ড্রু। তাঁর এই ইনিংসে রয়েছে ১৪টি চার এবং তিনটি ছক্কা। এছাড়া নাথান সিলি ৫৫ বলে ৩৩ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
যখন জুয়েল অ্যান্ড্রু খেলছিলেন, তখন মনে হচ্ছিল হয়তো ম্যাচটা বের করে নেবে ওয়েস্টি ইন্ডিজ। কিন্তু তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায়। তবে তিনি দলকে জেতাতে না পারলেও, নিজের ছাপ ছেড়ে গিয়েছেন। এর আগে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিকোলাস পুরান ১৪৩ রান করেছিলেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবার ক্রিস গেইল বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৪১ করেও দলকে জেতাতে পারেননি। তবে তাঁরাই কিন্তু পরবর্তীতে তারকা হয়ে ওঠেন। জুয়েল অ্যান্ড্রুকে ঘিরে তেমনই আশা করছে ক্যারꦰিবিয়ান ক্রিকেট।