শুভব্রত মুখার্জি:- একটা সময়ে বিশ্ব ক্রিকেটে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে যে দলটি সবার নজর কেড়ে নিয়েছিল সেটি হল কেনিয়া। আফ্রিকার এই দেশ ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিল। সেই কেনিয়া দ🐼লের পারফরম্যান্স এরপর কার্যত পিছতে থাকে। দেশের ক্রিকেট দলের পারফরম্যান্সের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়েই কেনিয়া সিনিয়র দলে𒆙র হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল প্রাক্তন ভারতীয় পেসার ডোড্ডা গণেশকে।
মাত্র একমাস আ🐷গেই নিয়োগ করা হয়েছিল সচিন ত🍨েন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় সিনিয়র পুরুষ দলের হয়ে খেলা গণেশকে। তবে একমাসের মধ্যে তাঁকে বরখাস্ত করল ক্রিকেট কেনিয়া। দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন লামেক ওনিয়াঙ্গো। পাশাপাশি সহকারী কোচের দায়িত্বে রয়েছেন জোসেফ আঙ্গারা। ঘটনাচক্রে দুজনেই দলের প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফ♉িট ক্রিকেটার ൩কে? বিরাট কোহলির বদলে কার নাম নিলেন জসপ্রীত বুমরাহ!
ডোড্ডা গণেশ জাতীয় দলের হয়ে খেললেও দীর্ঘদিন তিনি খেলার সুযোগ পাননি। দেশের হয়ে চারটি টেস্ট ম্যাচ এবং একটি ওয়ানডে ম্যাচে খেলেছিলেন তিনি। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ ভালো। ২০০০ এর উপর রানও রয়েছে তাঁর। নিয়েছেন ৩৬৫ টি উইকেট।
আরও পড়ুন… একি অব💜স্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসি𝔉বি
কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স ছিল তাঁর। ঘটনাচক্রে সচিন তেন্ডুলকরের অধিনায়কত্বে ভারতের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ১৯৯৭ সালে জাতীয় দলে খেলার সুযোগ পান তিনি। ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন তারকাদের সঙ্গে একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত মাসেই তাঁকে কেনিয়ার সিনিয💫়র দলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। আর সেপ্টেম্বর মাসেইꦰ তাঁকে বরখাস্ত করে দেওয়া হল।
ক্রিকেট কেনিয়ার তরফে ডিরেক্টর অফ ওমেন ক্রিকেট পার্লাইন ওমামি একটি চিঠি প্রকাশ করে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে সমস্ত চুক্তি খারিজ করছে বোর্ড। কারণ ২০২৪ সালের ৭ অগস্ট যে চুক🎉্তি বোর্ড কর্তা মনোজ প্যাটেলের সঙ্গে করা হয়েছিল সেই চুক্তি আগেই ভঙ্গ করা হয়েছে গণেশের তরফে। এই কারণে আগেই ভঙ্গ হওয়া চুক্তির আর কোন শর্ত মানতে রাজি নয় ক্রিকেট কেনিয়া। পাশাপাশি জানানো হয় আজ থেকে সিনিয়র পুরুষ দলের সঙ্গে কোচ হিসেবে গণেশের সমস্ত সম্পর্ক এখানেই শেষ হয়ে গেল।