পিঠে লেখা মিস ইউ তেন্ডুলকর। চোখে পড়তেই মন গলল স্বয়ং সচিনের। ভক্তের ডাকে সাড়া দিয়ে সামনে হা🔥জির হলেন ক্রিকেটের ভগবান। সোশ্যাল মিডিয়ায় সচিন নিজেই জানালেন, অনুরাগীদের এই ভালোবাসা কতটা আপ্লুত করে তাঁকে।
সচিন তেন্ডুলকর কখনও অনুরাগীদের হতাশ করেন না। সুপারফ্যান সুধীররের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি✨ মাস্টার ব্লাস্টার। খেলা ছেড়েছেন বহুদিন হয়ে গেল। তবে সচিনের জন্য অনুরাগীদের আবেগ যে বিন্দুমাত্র কমেনি, সেটা বোঝা গেল আরও একবার।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সচিন নিজে একটি ভিডিয়ো পোস্ট করেন, যাতে দেখা যায় কীভাবে তেন্ডুলকর এক ভক্তের আহ্বানে সাড়া দেন তাঁকে হতবাক করে দিয়ে। তেন্ডুলকরের এক অনুরাগী রাস্তায় স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। তাঁর গায়ে ছিল মুম্বই ই💃ন্ডিয়ান্সের জার্সি। পিঠে জ্বলজ্বল করছিল ১০ নম্বর। উপরে লেখা ছিল তেন্ডুলকর এবং নীচে লেখা ছিল, আই মিস ইউ। অর্থাৎ কিনা, আমি তোমাকে মিস করি তেন্ডুলকর।
ঠিক পিছনেই নিজের গাড়িতে ছিলেন সচিন। স্বাভাবিকভাবেই অনুরাগীর জার্সির পিছনে লেখা বার্তা নজর এড়ায়নি সচিনের। তিনি অনুরাগীর স্কুটার থামিয়ে তাঁকে মজার ছলে বিমানবন্দরꩵের রাস্তা জিজ্ঞাসা করেন। সামনে স্বয়ং সচিনকে দেখে হতবাক হয়ে যান সেই অনুরাগী। তাঁর প্রতিক্রিয়া ছিল🦂 দেখার মতো। চোখেমুখে ফুটে উঠছিল অবিশ্বাস।
সচিন নিজের অনুরাগীকে বলেন যে, তাঁর জার্সির পিছনে যে বাౠর্তা লেখা রয়েছে, সেটা দেখেই তিনি গাড়ি থামিয়েছেন। সংশ্লিষ্ট স্কুটার আরোহি তখন সচিনকে নিজের হাতের ট্যাটু দেখান এবং নিজের সংগ্রহে থাকা সচিনের ক্রকেট কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবিও দেখান। সচিন নিজের সেই ভক্তকে অটোগ্রাফ দেওয়া ছাড়াও ছবিও তোলেন তাঁর সঙ্গে। কুশল সংবাদ নেন এবং শুভকামনাও জানান।
তেন্ডুলকরকে খুশি করে আরও একটি বিষয়। তাঁর সেই অনুরাগী হেলমেট পরে স্কুটার চালাচ্ছিলেন। সচিন সেই প্রসঙ্গ উল্লেখ করতেও ভোলেননি। তিনি পিছনের সি𝓡টে বসে থাকা সত্ত্বেও যে সিট বেল্ট পরে ছিলেন, সেটিও অনুরাগীকে দেখিয়ে পথ নিরাপত্তার বার্তা দেন মাস্টার ব্লাস্টার।
সচিন টুইটারে গোটা ঘটনꦉার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘যখন সচিনের দেখা হয় তেন্ডুলকরের সঙ্গে। নিজের জন্য এমন ভালোবাসা ঝরে পড়তে দেখলে মন আনন্দে ভরে যায়। সমাজের অপ্রত্যাশিত সব কোণা থেকে মানুষের এই ভালোবাসাই জীবনকে বিশেষ করে তোলে।’