শুভব্রত মুখার্জি:- ক্রিকেট থেকไে সচিন তেন্ডুলকর অবসর নিয়েছেন দীর্ঘদিন হল। অবসর নিলেও ক্রিকেট মাঠ থেকে দূরে সরে নেই তিন♚ি। আইপিএলের প্রায় প্রত্যেক আসরেই তাঁকে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে। ক্রিকেট বিশ্বে প্রতিটি দলের প্রতিটি ক্রিকেটারের কাছে সমানভাবে সমাদৃত তিনি। দীর্ঘ ২৪ বছরের তাঁর ক্রিকেট কেরিয়ারে নিঃসন্দেহে ঘটনাবহুল। যার অনেক ঘটনা আমাদের জানা। আবার বেশ কিছু ঘটনা রয়েছে তা আমরা জানিও না। সেই রকম এক অজানা কাহিনি শুনিয়েছেন প্রাক্তন পাকিস্তান তারকা স্পিনার সৈয়দ আজমল। কী জানিয়েছেন তিনি? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন… আর কত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন জোস ♏বাটল🐼ার? ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী
২০১৪ সালে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সৈয়দ আজমল। ঘটনাচক্রে সেই ম্যাচে খেলেছিলেন সচিন তেন্ডুলকরও। এক দলেই ছিলেন দুই ক্রিকেটার। আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা হয়েছিল এই ম্যাচ। আইকনিক মাঠের ২০০ বছর পূর্তিতে খেলা হয় এই ম্যꦰাচ। ম্যাচে এমসিসি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। প্রতিপক্ষ ছিল অবশিষ্ট বিশ্ব একাদশ। ম্যাচে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা সাজঘর শেয়ার করেছিলেন। ম্যাচে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ছিল সৈয়দ আজমলের। তিনি চার চারটি উইকেট নিয়েছিলেন। তারকা স্পিনার জানান তিনি এতটাই ভালো বল করছিলেন যে ম্যাচ আগেই শেষ হয়ে যেতে পারত। সেই সময়ে সচিন তেন্ডুলকর তাঁর দিকে এগিয়ে আসেন। তাঁকে উদ্দেশ্য করে তিনি জানান এটা একটা প্রদর্শনী ম্যাচ। এখানে 'ধীরে চলো' নীতি নাও আপাতত যাতে ম্যাচ তাড়াতাড়ি শেষ না হয়ে যায়।
আরও পড়ুন… Duleep Trophy 2024: দাদাদের ওপর দাপট ১৯ বছরের মুশিরের𝓡, ভাঙলেন সচিনের ৩৩ বছরের পুরনো রেকর্ড
আজমলের সেদিনের দুর্দান্ত স্পেলের পরবর্তীতেও অবশিষ্ট বিশ্ব একাদশ নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৯৩ রান। তবে ম্যাচ শেষ পর্যন্ত এমসিসি জিতেছিল। তারা চার ওভার বাকি থাকতেই পৌঁছে গিয়েছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি লেখেন, ‘আমি কখনও কোনও দিন রাগ করিনি। আমি ২০১০ (২০১৪) সালেও ওঁর (সচিন তেন্ডুলকরের সঙ্গে) সঙ্গে এক লিগে খেলেছিলাম। আমাকেও উপদেশ দিয়🌜েছিল কেভিন পিটারসেনকে দুসরা বোলিং করে আউট করার। তারপরেই আমি পিটারসেনের উইকেটটা নিয়েছিলাম। আমার উপর খুব খুশি হয়েছিল সচিন তেন্ডুলকর। তারপর ওই ম্যাচে আমি চার উইকেট নিয়েছিলাম। চার ওভারে চার উইকেট নিয়েছিলাম। সচিন তখন আমার কাছে এসে বলেন যে আর ছয় উইকেট বাকি রয়েছে। তুমি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে দিওনা। এট꧟া প্রদর্শনী ম্যাচ। সচিন সবসময়ে আমাকে সম্মান প্রদর্শন করেছে। সচিন তেন্ডুলকর খুব ভালো মানুষ। আমাকে খুব ভালোবাসেন উনি।’