নভেম্বর ১৫- তারিখটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খুব কাছের। এই দিনটার সঙ্গে জড়িয়ে রয়েছে দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের নাম। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। ১৯৮৯ সালে আজকের তারিখেই ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটেছিল সচিন তেন্ডুলকরের। এর ঠিক ৩৪ বছর পরে আবার এই আজকের তারিখেই একটি অনন্য কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট। ভেঙে দিয়েছিলেন সচিনের ওডিআই ক🐓্রিকেটের সর্বাধিক শতরানের রেকর্ড। হয়তো ক্রিকেট সমর্থকদের পাশাপাশি এই দিনটাকে নিজেদের মনের মনিকোঠায় রেখে দিয়েছেন এই দুই কিংবদন্তিও।
সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক:
১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল করাচিতে। ওই একই ম্যাচে অভিষেক হয়েছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের। সেই সময় পাকিস্তানের বাঘাবাঘা পেসারদের সামলান🎐ো মুখের কথা ছিল না। এতো তরুণ বয়স হওয়া সত্ত্বেও নজর কেড়েছিলেন সচিন। তাঁর নাকে একটি বাউন্সারের আঘাত লাগার পরেও তিনি ক্রিজে থেকে নিজের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। সেই ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে সচিন ২৪ বলে ১৫ রান করেছিলেন, যার মধ্যে দুটি বাউন্ডারিও ছিল। তাঁকে আউট করেছিলেন ওয়াকার ইউনিসই। যদিও শেষ পর্যন্ত টেস্ꩲটটি ড্র হয়ে গিয়েছিল।
এরপর নদী দিয়ে বয়ে যায় প্রচুর জল। সচিন হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের সেই সময়ের অন্যতম ভরসা। পরিচিতি পান কিংবদন্তি 🍎হিসেবে। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে গড়েন একাধিক রেকর্ড। তিনি তাঁর ক্রিকেট জীবনে টেস্টে ১৫,৯২১ রান করেছিলেন। পাশাপাশি ক্রিকেটে ১০০টি শতক (টেস্টে ৫১টি এবং ওডিআইতে ৪৯টি) হাঁকানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।
বিরাটের সচিনের রেকর্ড ভাঙার ইতিহাস:
এর ঠিক ৩৪ বছর পরে ১৫ নভেম্বর ২০২৩ সালে সচিনের রেকর্ড ভাঙে বিরাট কোহলি। তিনি ওডিআই ক্রিকেটে নিজের ৫০ তম শতরান করে টপকে যান সচিন তেন্ডুলকরকে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য✅াচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সেই ম্যাচে বিরাট ১১৩ বলে ১১৭ রান করেছিলেন। মেরেছিলেন ৯টি চার এবং ২টি ছয়। এই কৃতিত্ব অর্জন শুধুমাত্র কোহলির দক্ষতা এবং দৃঢ়তাকে তুলে ধরেনি, প্রমাণ করেছে সচিনের উত্তরাধিকার হিসেবে তাঁর পারদর্শিতা। এই দুই রেকর্ড ১৫ নভেম্বরকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে আরও স্পেশাল করে তোলে।