শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতের ক্রিকেট সাꦓর্কিটে অন্যতম তারকা ব্যাটার সাই সুদর্শন। ঘরোয়া ক্রিকেট তো বটেই ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএলে ও দাপুটে পারফরম্যান্স রয়েছে তাঁর। গত আইপিএলে ও গুজরাট টাইটানসের হয়ে বেশ ভালো খেলেছিলেন তিনি। সেই তিনিই এবার ইংল্যান্ড গেলেন ক্রিকেট খেলতে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। ফের একবার সারের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে। ক্লাবের তরফে বিষয়টি নিশ্চিত করাဣ হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়াতে সারে কাউন্টি ক্লাবের তরফে বিষয়টি জানানো হয়েছে। ২২ বছর বয়সি সাই সুদর্শন কাউন্টির সার্কিটে নতুন নন। বরং এর আগেও তিনি খেলেছেন। গত বছর ও তিনি সারের হয়েই খেলেছিলেন। এবার ও তিনি সারের হয়েই খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এই মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলা চলছে। সেই চ্যাম্পিয়নশিপেই সারের হয়ে খেলবেন বাঁহাতি তারকা ব্যাটার। গত মরশুমে সারের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন সাই সুদর্শন। করেছিলেন ১১৬ রান। যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরানের ইনিংসও। সাইয়ের ক্লাব গত মরশুমে তাদের ইতিহাসে ২২ তম কাউন্টি চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল। চেন্নাইয়ের বাসিন্দা সাই সুদর্শন। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ ধারাবাহিক। আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে শেষ মরশুমে দারুন ফর্মে ছিলেন ✤তিনি। দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। করেছিলেন ৫২৭ রান। খেলেছিলেন ১২ টি ম্যাচ। একটি শতরান এবং দুটি অর্ধশতরানও করেন তিনি।