মেলবোর্ন টেস্ট সহজেই অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। সেই সঙ💮্গে ভারতীয় ব্য়াটারদের মানসিকতা আর টেকনিক নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেছে। মারকাটারি ব্যাটার যশস্বী যেখানে ধৈর্য দেখিয়েছেন, টেস্ট খেলার মানসকিতা দেখিয়েছেন। সেখানে অনেক ব্যাটার টেস্টের চেনা স্টাইল যেন ভুলতে বসেছেন। পন্ত তো ভালো ইনিংস খেলা শুরু করেও হতাশ করলেন।
রোহিত শর্মার মতোই মেলবোর্ন💟ে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন বিরাট কোহলি। আবারও গত কয়েকটা ইনিংসের মতোই বাজেভাবে কন বিহাইন্ড হলেন কোহলি। দলের সেরা ক্রিকেটার যখন একই ভুলে বারবার আউট হন, তারপরেও দলে থেকে যান। তখন পন্তের মতো জুনিয়রদের তো সেই সুযোগটা নেওয়াই স্বাভাবিক। তাই ধৈর্য না ধরে রেখে হেডকে বড় শট মারতে🐻 গিয়ে নিজে আউট হলেন, আর দলও ডুবল।
আরও পড়♒ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
অস্ট্রেলিয়ায় অধিকাংশ ইনিংসে ব্যর্থ বিরাট-
বিরাট কোহলির যেন খারাপ সময় কাটতেই চাইছে না। অস্ট্রেলিয়ায়🌄 গিয়ে পার্থ টেস্টে শতরানের পর মনে হয়েছিল কোহলি হয়ত ভালোভাবে প্রস্তুতি সেড়েই সেদেশে নেমেছেন। কিন্তু এরপর সব ইনিংসেই প্রায় অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়ে নিজের টেকনিক এবং মাইন্ডসেট নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন কোহলি। এবার বাচ্ছা কনস্টাসও তাঁকে নিজে মজা ওড়াতে ছাড়লেন না।
মেলবোর্নে টেস্ট শুরুর আগে পর্যন্ত বিরা🤡ট কোহলিকে নিজের আইকন হিসেবেই দেখতেন নবাগত অজি ক্রিকেটার স্যাম কনস্টাস। কিন্তু বিরাট অবশ্য তাঁর দাম দেয়নি। ভালো খেলছেন কনস্টাস, দেখেই একপ্রকার ইচ্ছা করেই কনস্টাসের কাঁধে ধাক্কা দেন, এরপর বিরাটের জরিমানাও হয়। এবার বিরাট ফ্লপ হতে পাল্টা ক🐲াঁধ দেখিয়ে সেলিব্রেশন করলেন কনস্টাস, যা কোহলির জন্য অত্যন্ত লজ্জার।
Video-ফের ল্যাবুশান💝ের সঙ্গে বেল ন𒐪িয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউ
বিরাটের সঙ্গে দর্শকদের সম্পর্ক ভালো নয়-
বিরাট কোহলির সঙ্গে এই টেস্টে মাঠের দর্শকদের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না। কনস্টাসকে কাঁধে ধাক্কা মারার পর🌼 থেকেই কোহলির নামে কটুক্তি করে যাচ্ছিলেন দর্শকরা। এরপর যশস্বীকে ভুল করে রান আউট করতে বিরাটকে একপ্রকার গালিগালাজ করেন অজি সমর্থকরা। এবার স্যাম কনস্টাস মেলবোর্নে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় তাঁর কাছে সমর্থকরা অনুরোধ জানালেন বিরাটের ধাক্কার নকল করে দেখাতে।
কনস্টাস নকল করলেন বিরাটকে-
স্যাম কনস্টাসের বয়স অনেক কম বিরাটের থেকে। তাই বিরাট যেভাবে তাঁকে ধাক্কা মেরে ভুলই করেছেন, কনস্টাসও দর্শকদের আবদার মেটাতে গিয়ে একটা হয়তই ভুলই করলেন। যাকে নিজের আইকন বলতেন, সে♏ই বিরাটেরই মজা উড়িয়ে তাঁর দেওয়া ধাক্কার নকল করলেন। যা দেখে মেলবোর্🎶নের অজি সমর্থকরা বেজায় খুশি হলেন।
কনস্টাসকে পাল্টা দেন বুমরাহ-
প্রসঙ্গত ভারতের প্রথম ইনিংসের সময় বিরাট কোহলিসহ বেশ কয়েকজন ক্রিকেটারের আউটের পর দর্শকদের দিকে তাকিয়ে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন কꦉনস্টাস। পাল্টা কনস্টাসকে কম রানে ফিরিয়ে বুম🐼রাহও ভারতীয় সমর্থকদের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বুমরাহর সেই লড়াইয়ের দাম দিতে পারেননি বিরাট, আবারও একইভাবে আউট হয়ে। আর তারপরই নিজের রোল আইকনকে নিয়েই মজা ওড়ালেন কনস্টাস।