ভারতের প্রাক্তন প্রধান কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় একেবারে চমকে দিলেন। সামিত দ্রাবিড়কে মহারাজা ট্রফি কেএসসিএ টি২০ (KSCA T20) লিগে খেলতে দেখা যাবে। মাইসুরু ওয়ারিয়র্স তা♛ঁকে নিলামে কিনে ন💮িয়েছে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের নিলামে মাইসুরু ওয়ারিয়র্স তাঁকে ৫০,০০০ টাকায় কিনে নেয়। এই প্রথম এই বড় টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সামিতকে।
মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং পেসার সামিত দ্রাবিড় কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন। এই মরশুমের কোচবিহার ট্রফি জিতেছিল কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দল। এবং 🌳সামিত এই বছরের শুরুতে সফরকারী ল্যাঙ্কাশায়ার দলের বিরুদ্ধে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের হয়েও খেলেছেন।
বড় সুযোগ রাহুল দ্রাবিড় পুত্রের সামনে
নিঃসন্দেহে এটি সামিত দ্রাবিড়ের কাছে বড় পাওনা। নিজের যোগ্যতা প্রমাণের জন্য একটি বড় মঞ্চ পেয়ে গিয়েছেন সামিত। ওয়ারিয়র্সের একজন প্রতিনিধি সামিতের অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, ‘কেএসসিএ-র হয়ে বিভিন্ন বয়স-ভিত্তিক টুর্নামেন্টে ও অনেক প্রতিশ্রꦆুতি দেখিয়েছে বলে ওকে আমাদের দলে নিয়েছি। এবং ও ভালো খেলবে।’
আরও পড়ুন: ꩲধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেও, তাত♓ে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
মাইসুরুর অধিনায়কত্ব করুণ নায়ারের হাতে
গত মরশুমের রানার্স আপ ছিল মাইসুরু ওয়ারিয়র্স। এবার এই দলের হয়ে নেতৃত্বের দায়িত্বে থাকবেন করুণ নায়ার এবং তাদের বোলিং শক্তিশালী হবে ভারতের পেসার প্রসিধ কৃষ্ণের উপস্থিতিতে। প্রসিধকে এক লাখ টাকায় কেনা হয়েছে। নায়ারকে এই মরশুমে ফ্র্যাꦫঞ্চাইজি দলটি রিটেন করেছে। প্রসিধ সম্প্রতি তাঁর বাঁ-কোয়াড্রিসেপ টেন্ডনে অস্ত্রোপচার করেছে এবং শীর্ষ-স্তরের ক্রিকেটে ফিরতে এই টুর্নামেন্টকেই টার্গেট করেছে।
নায়ারের নেতৃত্ব এবং কৃষ্ণার পেস বোলিং দলের পারফরম্যান্সকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। চোট থেকে পুনরুদ্ধারের পরে প্রসিধ ক🌳ৃষ্ণের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসাটা আসন্ন মরশুমে দলের সম্ভাবনার জন্য বাড়তি প্রত্যাশা যোগ করছে। এই মরসুমে মাইসুরু ওয়ারিয়র্সের বিস্তৃত স্কোয়াডে সামিত দ্রাবিড়ের উল্লেখযোগ্য অন্তর্ভুক্তির পাশাপাশি করুণ নায়ার, কার্তিক সিএ, মনোজ ভান্দাগে সহ অভিজ্ঞ এ♌বং উদীয়মান প্রতিভার সংমিশ্রণে শক্তিশালী দল গড়া হয়েছে।