পুণেতে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা। প্রথমে শুরুটা ভালো করলেও লাঞ্চের আগে জোড়া ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। আউট করেন টম লাথাম এবং উইল ইয়ংকে। আর এখানেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল সমর্থকরা। রবিচন্দ্রন অশ্বিনের বল যে ব্যাটের কানায় লেগেছে তা বুঝেই উঠতে পারলেন না উইকেটকিপার ঋষভ পন্ত। শুধু তিনি নন, DRS নেওয়ার ব্যাপারে সেভাবে আত্মবিশ্বাস দেখাতে পারছিলেন না বাকি ক্রিকেটাররাও। তবে অধিনায়ক রোহিত শর্মাকে DRS নেওয়ার জন্য ক্রমাগত বলতে থাকেন সরফরাজ খান, যথেষ্ট আত্মবিশ্বাসী দেখায় তাঁকে। পাশে পান বিরাটকে। এরপর DRS নিলে দেখা যায়, বল ব্যাটে💞 লেগে উইকেটকিপারের হাতে গেছে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ঘটনাটি ঘটে ২৪ তম ওভারে। সেই সময় বল করতে এসেছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলটি পিচের মাঝে ড্রপ খেয়ে লেগ সাইডের দিকে যাচ্ছিল। সেটাকেই খেলতে গিয়ে ব্যাটের কানা লাগিয়ে বসেন উইল ই✱য়ং। ভারতের ফিল্ডাররা আউটের জন্য আপিল করলে নাকচ করে দেন আম্পায়ার। তবে DRS নেওয়া হবে কী হবে না এই নিয়ে ধন্দ দেখা যায় ক্রিকেটারদের মধ্যে। যিনি ক্যাচ ধরেছেন অর্থাৎ ঋষভ পন্ত কোনও নিশ্চয়তা দিতে পারছিলেন না যে বল ব্যাটে লেগেছে কী লাগেনি। সেই সময়ই আত্মবিশ্বাসের সঙ্গে অধিনায়ক রোহিত ꦑশর্মার দিকে এগিয়ে যান সরফরাজ খান। তিনি বারবার বলতে থাকেন DRS নেওয়ার জন্য। সরফরাজের পাশে দাঁড়ান বিরাট কোহলিও। এরপরেই DRS নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানায় লেগেছে। আম্পায়ার তাঁর ডিসিশন পরিবর্তন করে আউট দেন।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হয়েছে রোহিতরা। সেই টেস্টে লজ্জাজনক ভাবে ৪৬ রানে অলআউট হওয়ার রেকর্ডও গড়েছে তারা। পুণেতে তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ আসন্ন টেস্ট ম্যাচগুলো। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে পয়লা নম্বরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজ রয়েছে রোহিতদের। তার আ🏅গে এই সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে 🌸চাইবে ভারত।