স্টাম্প মাইক এবং রোহিত শর্মার সম্পর্ক কারোর অজানা নয়। ভারত-নিউজ♕িল্যান্ড টেস্টেও তেমনি একটি কথো𓃲পকথন সমানে এল, যেখানে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মজার বার্তালাপ করছিলেন রোহিত। সেটাই স্টাম্প মাইকে রেকর্ড হয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে ভারতের অধিনায়ক, অশ্বিনকে একটি উইকেট নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে রোহিত হিন্দিতে বলছেন, ‘এই বাঁ-হাতিকে আউট করতে চাই আমি, বেশি হিরো হওয়ার চেষ্টা করছে ও’।
আন্দাজ করাই যাচ্ছে যে রোহিত শর্মা এখানে রাচিন রবীন্দ্রর কথা উল্লেখ করছিলেন, যার জেরেই কার্যত বেঙ্গালুরু ম্যাচ হারে ভারত। প্রসঙ্গত, রোহিত শর্মা অনেক সময়ই নিজের মুম্বইয়ের কথিত ভাষ্য, যেটাকে টাপোরি ভাষা বলা হয়, সেভাবে ভালোবেসে সতীর্থদের সঙ্গে কথা ✤বলেন। মূলত, গালাগালি মেশানো থাকে এই কথার মধ্যে, যদিও সেটার মধ্যে ঝরে পড়ে আদর। তাই রোহিত যখন কেউ যেন মাঠে এমনি এমনি না ঘোরে বোঝাতে বলেছিলেন, গার্ডেন ম্যায় কোই ঘুমনা নেহি চাইহে, সেটা থেকে মিম হয়ে গিয়েছিল। গার্ডেন মে ঘুমনে ওয়ালে লাড়কা বলতে যুব ব্রিগেডকে তিনি বুঝিয়েছিলেন। পরবর্তীতে তারা নিজেরাই সেই মিম শেয়ার করেছেন ইনস্টায়। এখানেও যখন চাপ বাড়ছে, নিজস্ব স্টাইলে অশ্বিনকে অনুপ্রেরণা দিয়েছেন হিটম্যান, তাঁর সেই স্বভাবসিদ্ধ মুম্বইয়ের টাপোরি মেজাজে।
ভারত বেঙ্গালুরুতে আয়োজিত প্রথম টেস্๊ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। তবে অধিনায়ক রোহিত জানিয়েছেন, ১ ম্যাচে হারলেও তাঁরা আক্রমণাত্মক টেস্ট খেলা থেকে পিছুপা হবেন না। প্রথম টেস্টে পরাজিত হলেও, ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভা💟লো লড়াই দেওয়ার চেষ্টা করেছিল। তবে দ্বিতীয় নতুন বল হাতে পেতেই সব সমীকরণ পাল্টে দেয় নিউজিল্যান্ডের বোলাররা।
রোহিত শর্মা টেস্টের শেষে বলেন, ‘আমরা সিরিজের এক ম্যাচের উপর নির্ভর করে নিজেদের মানসিকতা পরিবর্তন করব না। আমরা টেস্ট ম্যাচ হেরে যাব বলে নিজেদের মানসিকতা পরিবর্তনের পক্ষে নই’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের♈ বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলে ভারত। সেখানেও কানপুরে দ্বিতীয় টেস্টে আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দেয় ভারতের ব্যাটসম্যানরা। বৃষ্টি বিঘ্নিত সেই টেস্ট ম্যাচ টি-২০ মেজাজে ব্যাট করে জিতে নেয় ভারত। কার্যত ২ দিনেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের পকেটে পুড়ে নেয় রোহিতরা।
রোহিত বলেন, ‘এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে🐷র কারণ, প্রতিপক্ষকে না বুঝতে দেওয়া যে আমরা চাপে রয়েছি বা খেলায় পিছিয়ে রয়েছি। যখন আপনি সত্যিই পিছিয়ে থাকেন, তখন চেষ্টা করেন🎶 কিছু অন্যরকম চেষ্টা করার এবং না ভয় পেয়ে খেলে যাওয়ার। বিগত কয়েকটি টেস্ট ম্যাচ দেখলেই আপনি বুঝতে পারবেন আমি ঠিক কী বলার চেষ্টা করছি। বেঙ্গালুরুতে পরাজিত হলেও আমরা নির্ভিক ক্রিকেট খেলেছিলাম’।
তবে রোহিত নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন, বিশেষত তাঁরা যেইভাবে স্পিন বোলারদের বিরুদ্ধে খেলছেন। উদাহরণ হিসেবে তিনি রাচিন রবীন্দ্রর ন🦂াম উল্লেখ করেছেন। রোহিত বলেন, ‘রাচিন রবীন্দ্রর কয়েটি শট সত্যিই অসাধারণ ছিল। সে স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছে। ও বুঝতে পেরেছিল আমাদের স্পিনাররা ঠিক কী করতে চাইছে। রাচিন এবং কনওয়ে দু’জনেই আমাদের স্পিনারদের বিরুদ্ধে আলাদা আলাদা শট খেলে চাপ তৈরি করছিল’।