এর আগে গুজরাতের বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের মুক্তি এবং তাদের ফুল-মালা-মিষ্টি দিয়ে সংবর্ধনা দিতে দেখেছিল দেশ। আর, এবার সেই গুজরাতেরই আরও একটি মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত ඣজামিনে মুক্তি পেতেই রীতিমতো তাঁকে বরণ করে নিয়ে যাওয়ার রাজকীয় ব্যবস্থা করা হল!
অভিযুক্ত ওই ব্যক্তি হলেন শিল্পপতি জয়সুখ প্যাটেল। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাত সফরের মাঝেই ভেঙে পড়ে মোরবি সেতু। প্রাণ যায় ১৩৫ জনের। মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যা ছিল যথেষ্ট। ꧃সেই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হলেন এই জয়সুখ।
সম্প্রতি সেই মামলাতেই আদালত জয়সুখের জামিনের আবেদন মঞ্জুর করে। এই খবর পাওয়ার পরই জেল থেকে পর জয়সুখের জন্য বিরাট জাঁকজমকপ🦩ূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, গুজরাতের মোরবি জেলার পতিদার সম্প্রদায়ের তরফে এই অনুষ্ঠানের আয়🥃োজন করা হয়। এই ঘটনায় মোরবি দুর্ঘটনার শিকার পরিবারগুꦜলির সদস্যরা ক্ষোভ প্রকাশ করলেও তাতে আমল দিতে নারাজ উদ্যোক্তারা।
প্রসঙ্গত, জয়সুখ প্যাটেল হলেন প্রয়াত শিল্পপতি ওআর প্যাটেলের ছেলে। প্রখ্য়াত ঘড়ি নির্মাণকারী সংস্থা 'অজন্তা গোষ্ঠী'-এর প্রতিষ্ঠা করেছিলে🌊ন এই ওআর প্যাটেল।
মোরবিতে যে সেতুটি ভেঙে পড়ে, সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও দেওয়া হয়েඣছিল এই অজন্তা গোষ্ঠীকে। সেই সময় অভিযোগ ওঠে, যে সংস্থার সেতু নির্মাণ সংক্রান্ত কোনও অভিজ্ঞতা নেই, তাদের কেন এই কাজের বরাত দেওয়া হল! পরবর্তীতে এই ঘটনায় গ্রেফতার হন জয়সুখ প্যাটেল। তাঁকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়।
জয়সুখ জামিনে মুক্তি পাওয়ার পর শুক্রবার মোরবি শহরের বাইরেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানকার উমা সংস্কার ধাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্𓃲ঠা করা হয় বলে দাবি সূত্রের।
সেই অনুষ্ঠানে যোগ দেন জয়সুখ প্যাটেল। একটি বিরাট দাঁড়িপাল্লার একদিকে তাঁকে চাপানো হয়। অন্যদ♒িকে, তাঁর ওজনের সম-পরিমাণ মোদক চাপানো হয়! অনুষ্ঠানের আ🌳য়োজন করেছিল 'কাড়বা পতিদার কন্যা কেলাবানি মণ্ডল'।
উদ্যোক্তারা জানান, 🌌শিল্পপতির মুক্তি উপলক্ষে ৬০ হাজার মোদকের বাক্স পতিদার পরিবারগুলির মধ্যে বিলি করা হবে।
এদিকে, মোরবি দুর্ঘটনায় স্বজনহারারা মূল অভিযুক্তকে ঘিরে এমন উল্লাস ও উৎসবের ত🐷ীব্র বিরোধিতা করেছেন। নরেন্দ্র পার্মার নামে এক ব্যক্তি যেমন বলেন, 'মোরবি দুর্ঘটনার এত লোকের মৃত্যু হল। অথচ, সেই ঘটনার মূল অভিযুক্তকে এভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে! এটা দেখাটাও আমাদের কাছে যন্ত্রণার।'
প্রসঙ্গত, আদ🌼ালত জয়সুখকে জামিন দিলেও তাঁকে মোরবি জ𒈔েলার সীমানার মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। সেই কারণেই শহরের বাইরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।