ইরানি কাপে দুর্দান্ত দ্বিশতরান করলেন সরফরাজ খান। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে মাত্র ২৫৩ বলে ডবল সেঞ্চুরি করেন। আর যে দ্বিতশতরান কেএল রাহুলকে কিছুটা চাপে রাখবে। কারণ ভারতীয় দলে পাঁচ বা ছয় নম্বর জায়গার জন্য তাঁদের লড়াই। অন্যদিকে, মুম্বই দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে একটুর জন্য নিজের শতরান হাতছাড়া করলেন। লখনউয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই এবং রেস্ট অফ ইন্ডিয়ার খেলা চলছে। সেখানেই বুধবার যশ দয়ালের বাউন্সারে ৯৭ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ভারতীয় ব্যাটসম্যান। মুম্বইয়ের হয়ে অধিনায়ক রাহানে এবং সরফরাজ খান যৌথ ভাবে পঞ্চম উইকেটের জন্য ১৩১ ❀রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এদিন রাহানে দয়ালের একটি দ্রুত গতির বাউন্সার বুঝতে না পেরে আউট হয়ে যান।
বাঁ হাতি পেসার যশ দয়াল একটি খুবই দ্রুত গতির বাউন্সার করেন। প্রথমে রাহানেকে শট খেলার জন্য প্রস্তুতি নিতে দেখা গেলেও শেষ মুহূর্তে বলটি ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বল তাঁর গ্লাভস ছুঁয়ে সোজা উইকেটকিপার ধ্রুব জুরেলের হাতে জমা পড়ে।
যদিও প্রথমে আউট দেননি আম্পায়ার। সময় নষ্ট না করে রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় DRS নিয়ে নেন। এরপর রিপ্লেতে দেখা যায় বল রাহানের গ্লাভসে লেগেছে। এরপরই নিজের শতরান হাতছাড়া করে প্যাভিলিয়꧙নে ফিরতে হয় আজিঙ্কাকে। সেই সময় মুম্বইয়ের রান ছিল ৫ উইকেট হারিয়ে ২৭০।
সরফরাজ খান এবং অজিঙ্কা রাহানের ব্যাটিং ওপর নির্ভর করে ভালো জায়গায় পৌঁছায় মুম্বই। উল্লেখ্য, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বছর ইরানি কাপে প্রতি𝔍দ্বন্দ্বিতা করছে মুম্বই। এই দলে অজিঙ্কা রাহানে এবং সরফরাজ খানের পাশাপাশি রয়েছেন পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার এবং শার্দুল ঠ𒁃াকুরের মতো হেভিওয়েট নাম। অন্যদিকে রেস্ট অফ ইন্ডিয়া দলে রয়েছেন অভিমন্যু ইশ্বরণ, ইশান কিষানের মতো খেলোয়াড়রা।
ভারতের সামনে একাধিক টেস্ট খেলার কথা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে রোহিতরা।🌃 সামনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ রয়েছে। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে ভারত। তাঁর আগে নির্বাচকদের নজর রয়েছে ইরানি কাপ-দলীপ ট্রফ🅘ির মতো গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে। অন্যদিকে জাতীয় দলে নিজেদের জায়গা করে নিতে ক্রিকেটাররাও পাখির চোখ করেছে এই টুর্নামেন্টগুলিকে। অনেক নতুন ক্রিকেটারই দলীপ ট্রফিতে পারফরম্যান্সকে করে নজর কাড়েন নির্বাচকদের। তাঁদের জাতীয় দলে সুযোগ দেওয়ার ভাবনা চিন্তাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে।