২২ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ভারতীয় দলের অবস্থা অতটাও ভালো নয়, কারণ তাঁরা সম্প্রতি কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। 🔴এত গুরুত্বপূর্ণ সিরিজে নামার আগে যে আত্মবিশ্বাস লাগত, স্বভাবতই সেখানে চিড় খেয়েছে ভ꧑ারতীয় ব্যাটারদের। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল।
আরও পড়ুন-অজিভূমে যাওয়া🐲র আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে নেই রোহিত শর্মা। তাঁর স্ত্রী রিতিকা খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হবꦕেন। তাই রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টের জন্য অধিনায়ক হিসেবে জসপ্রীꦗত বুমরাহকে বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি এমনিতেই দলের সহ অধিনায়ক, আর দীর্ঘদিন জাতীয় দলে খেলে আসছেন। অতীতেত অধিনায়কত্বও করেছেন কয়েকটা ম্যাচে।
জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের কাছে অজি চ্যালেঞ্জ চেনা হলেও নবাগত যশস্বী জয়লওয়াল বা সরফরাজ খান, কিংবা ধ্রুব জুরেলর𒀰া এর আগে কখনও অস্ট্রেলিয়ার উইকেটে খেলেননি। ওডিআই বা টেস্টে অজিদের পিচে না খেললে উইকেটে কতটা বাউন্স সেটা অনুমান করা কঠিন। এছাড়াও কিউয়ি সিরিজ হারের একটা হ্যাঙ্গোভার তো আছেই। এই অবস্থায় এগিয়ে এলেন দলের সিনিয়র ক্রিকেটাররা।
আর𒀰ও পড়ুন-ODI ক্রিকেটে অভিষ𒉰েক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
অভিষেক🐠 নায়ার জানালেন, ‘গৌতি ভাই সহ, অশ্বিন, বুমরাহ, বিরাট কোহলি দলের জুনিয়রদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে বলেছেন, অস্ট্রেলিয়া থেকে যখন ওরা ফিরবে তখন অন্য এক ক্রিকেটার হয়ে দেশে ফিরবে। গিল, জয়সওয়াল, সরফরাজ খানরাও মুখিয়ে রয়েছে। আশা করব এমন এক কঠিন লড়াইয়ে ওরা ভালো ফল করবে ’।
আরও পড়ুন-'আমাদের ♔দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BC𝄹CIকে চরম বার্তা পাকিস্তানের…
ভারতের বো🔯লিং কোচ মর্নি মর্কেল বলছেন, ‘গোটা বছরের নিরিখে যদি বিচার করা যায় তাহলে বোঝা যাবে, এটা গোটা ক্যালেন্ডার ইয়ারের অন্যতম একটা সেরা লড়াই। কোনও দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না। প্রত্যেকটা🅺 সেশনই খুব কঠোর লড়াই লড়তে হবে প্রতিটা দলকেই, নিজেদের আয়ত্তে ম্যাচ আনতে গেলে ’।